ঐতিহাসিক চরিত্রে দেব! প্রকাশ্যে ‘বাঘা যতীন’-এর পোস্টার লুক, অক্টোবরে ছবি মুক্তি
উস্কো-খুসকো চুল, গাল ভর্তি গোঁফ দাড়ি, চোখের-মুখে ধুলোবালি মাখা, কপালে লাল-হলুদ তিলক কাটা ‘বাঘা যতীন’ হয়ে ধরা দিলেন অভিনেতা দেব। প্রকাশ্যে এল ‘বাঘা যতীন’ ছবির ফার্স্ট পোস্টার লুক। বাংলার এই স্বাধীনতা সংগ্রামীর জীবন এবার রুপোলি পর্দায় তুলে ধরবেন দেব। ছবির পরিচালনায় অরুণ রায়।
প্রজাতন্ত্র দিবসের দিন সকাল সকাল ছবির পোস্টার লুক শেয়ার করে অভিনেতা-প্রযোজক দেব নেটমাধ্যমের পাতায় লেখেন, ‘অজস্র কঠিন লড়াইয়ের পর দুশো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেইসব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী বাঘাযতীন-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে। ২০২৩-এর ২০ অক্টোবর মুক্তি পাবে ছবি’। দেবের এই বিশেষ লুকের জন্য মেকআপ তৈরি করেছেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু।
আরও পড়ুন: ‘বাবার কাছে ঋণী’, প্রয়াত বাবা রবি ট্যান্ডনকে পদ্মশ্রী সম্মান উৎসর্গ করলেন রবিনা
দেবকে ফের একবার ঐতিহাসিক চরিত্রে দেখে মুগ্ধ ভক্তরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটমাধ্যমে। এক নেটিজেনের মন্তব্য, ‘দেব মানেই পরবর্তী পর্যায়’। কারও মন্তব্য, ‘দেব দা মানেই নতুন কিছু’। কেউ লিখেছেন, ‘অসাধারণ’। এক নেটিজেনের মন্তব্য, ‘অপেক্ষায় রইলাম’।
বাংলার অন্যতম খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তথা বাঘাযতীনের গল্প এবার ফুটে উঠবে বড়পর্দায়। স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর বিপ্লবী ছিলেন বাঘাযতীন। জাতীয়তাবাদ কী শিখিয়েছিলেন তিনি। স্রেফ ছুরি দিয়ে বাঘকে হত্যা করেন বলে তাঁর নাম দেওয়া হয় বাঘাযতীন। সেই বীর বিপ্লবীর চরিত্রে এবার দেখা যাবে দেবকে।
ফের একবার ঐতিহাসিক চরিত্রে দেব। ছবিতে দেব ছাড়াও রয়েছেন রোহন ভট্টাচার্য, শোয়েব কবীর এবং নবাগতা সৃজলা দত্ত। এই পিরিয়ড ফিল্মে দেবের নায়িকা ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী সৃজা দত্ত। টলিউডে একবারে আনকোরা মুখ না হলেও, বড় পর্দায় এটাই সৃজার প্রথম কাজ। ‘বাঘা যতীন’ ছবির চরিত্র রূপ প্রকাশ্যে এসেছে। ধুতি,পাঞ্জাবিতে দেব হয়ে উঠলেন বিংশ শতাব্দীর সেই চেনা আইকন, আটপৌরে শাড়িতে সৃজা যেন সেই যুগেরই চরিত্র।
‘ইন্দুবালা’ চরিত্রের জন্য মোট ৯ হাজার আবেদন জমা পড়েছিল প্রযোজক দেবের অফিসে। সেখান থেকে অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছিল ৬ জনকে। সেই ৬ জনের মধ্যে অবশেষে শিকে ছেঁড়ে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং-এর প্রথম বর্ষের এই ছাত্রীর। শুরুতেই দেবের নায়িকা হওয়ার সুযোগ, যেন স্বপ্নপূরণের সমান সৃজার কাছে। দেব এন্টারটেনমেন্ট ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here