ঐতিহাসিক গোল করেছেন ইউরোতে, সেই ফরোয়ার্ডকে নিল মোহনবাগান, খেলেন স্পেনে- রিপোর্ট
ক্যালেন্ডারের পাতাটা পাক্কা সাত বছর আগে নিয়ে যান। ২০১৬ সালের ১৯ জুন ইউরোতে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল আলবানিয়া। যা কোনও বড় টুর্নামেন্টে বলকান দেশের ইতিহাসে প্রথম জয় ছিল। আর সেই ঐতিহাসিক জয়টা কে এনে দিয়েছিলেন, কে গোল করেছিলেন, মনে আছে? সেই ঐতিহাসিক গোলদাতা আর্মান্দো সাদিকুকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্টস। এমনই দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। তবে বিষয়টি নিয়ে আপাতত সবুজ-মেরুন কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে সাদিকু এসে গেলে মোহনবাগানের আক্রমণভাগ অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে। রয় কৃষ্ণারা যাওয়ার পর সবুজ-মেরুনের (সেইসময় এটিকে মোহনবাগান) আক্রমণভাগের গোলের সুযোগ হাতছাড়ার যে ‘রোগ’ ধরেছিল, তা অনেকটাই কেটে যাবে বলে আশা সংশ্লিষ্ট মহলের। আক্রমণভাগে সাদিকু, জেসন কামিংস এবং দিমিত্রো পেত্রাভোসের ত্রিভুজ তৈরি হবে।
আপাতত স্পেনের ঘরোয়া লিগ লা লিগার দ্বিতীয ডিভিশনের ক্লাব কার্তাহেনার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন সাদিকু। ২০২২ সালের ১৭ জুলাই সেই ক্লাবে যোগ দেন। আগামী ৩০ জুন সেন্টার-ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে সাদিকু যে এই প্রথম স্পেনের কোনও ক্লাবে খেলেছেন, সেটা মোটেও নয়। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন সময় লেভন্তে, মালাগার মতো স্প্যানিশ ক্লাবে খেলেছেন। তাছাড়াও আলবানিয়া, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, বলিভিয়া, তুরস্কের মতো দেশের ক্লাব দলের হয়ে খেলেছেন সাদিকু।
(বিস্তারিত পরে আসছে)
For all the latest Sports News Click Here