এ তো পুরো ভানু! শাশ্বতকে চেনা দায়! দেখে নিন ‘যমালয়ে জীবন্ত ভানু’-র লুক
২৬ আগস্ট অর্থাৎ আজ ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী। তাঁর নাম শুনলেই বাঙালি সিনে প্রেমীদের চোখে ভেসে ওঠে ‘গল্প হলেও সত্যি’, ‘আশিতে আসিও না’, ‘ভানু গোয়েন্দা জহর এ্যাসিস্ট্যান্ট’, ‘পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট’, ‘ভানু পেল লটারি’-র মতো ছবি, বাঙালির নস্ট্যালজিয়া। অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি কিন্তু এখনও বাঙালি দর্শকের কাছে উজ্জ্বল।
ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১ তম জন্মবার্ষিকীতে পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন চমক। এই বিশেষ দিনেই ভানু-বেশে ধরা দিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায়। সায়ন্তনের পরবর্তী ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’। ইতিমধ্যেই ছবি নিয়ে নানা পরীক্ষা-নিরক্ষা করে ফেলেছেন পরিচালক। ‘স্বস্তিক সংকেত’, ‘ইন্দু’র মতো সিনেমা-সিরিজ বাঙালি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক। শাশ্বত চট্টোপাধ্যায় এবার ভানুর চরিত্রে, প্রকাশ্যে লুক-
পরিচালক সায়ন্তন কথায়, ‘শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়, বাংলার রূপলি পর্দার জগতে এক অবিস্মরণীয় নাম। যুগের সঙ্গে সব কিছু পাল্টালেও আপামর বাঙালির মনে তাঁর জায়গা আজও আগের মতোই উজ্জ্বল। ১০১ তম জন্ম বার্ষিকীতে তাঁকে আমারা শ্রদ্ধার্ঘ জানাব এমন একটি গল্প দিয়ে যাতে তাঁর অভিনীত চিরস্মরণীয় দৃশ্যগুলি তো থাকবেই সঙ্গে সঙ্গে সম সাময়িককালের কিংবদন্তী অভিনেতাদের স্মৃতি ও রঙিন হয়ে উঠবে বাঙালির হৃদয়ে। তাই গল্পের নাম যমালয়ে জীবন্ত ভানু।’
ছবিতে মলাটরোলে অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় পাওয়া যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে আর ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। মেকআপের দায়িত্বে সোমনাথ কুণ্ডু।
For all the latest entertainment News Click Here