এ কী করলেন ‘সীতা’! ভারতের পতাকা হাতে স্বাধীনতার শুভেচ্ছা জানালেন পাকিস্তানকে
বলিউডের অন্যান্য তারকাদের মতোই নিজের মতো করে স্বাধীনতা দিবস পালন করেছিলেন অভিনেত্রী দীপিকা চিখলিয়া। আসমুদ্রহিমাচল যাঁকে ‘রামায়ণ’-এর সীতা হিসেবে চেনে। ধারাবাহিকটি বহু আগে শেষ হলেও ভাটা পড়েনি দীপিকার জনপ্রিয়তায়। কিন্তু নিছকই একটি পোস্টের জন্য চরম ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী। নেটমাধ্যমে হাসির খোরাক হতে হল তাঁকে।
কী এমন পোস্ট করেছিলেন দীপিকা?
সাদা ধবধবে কুর্তা পরে হাতে জাতীয় পতাকা নিয়ে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সেই ছবি টুইটারে পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তাঁর মতো অনেক তারকাই এমন ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তবে পর্দার সীতাকে নিয়ে এত হাসাহাসি কেন?
ছবি নয়, ছবির ক্যাপশনের জন্য বিপাকে পড়লেন দীপিকা। স্বাধীনতা দিবসের পোস্টে ভুলবশত পাকিস্তানের পিএমও-র টুইটার হ্যান্ডলকে ট্যাগ করে ফেলেন তিনি। খুব দ্রুত নিজের ভুল বুঝে সেই পোস্ট মুছেও ফেলেন। কিন্তু তত ক্ষণে যা হওয়ার, হয়ে গিয়েছে। দীপিকার সেই পোস্টের স্ক্রিনশট তুলে নেয় নেটিজেনদের একাংশ। তার পর সেটি পোস্ট করে চলতে থাকে ট্রোল।
এক নেটিজেন ব্যঙ্গের সুরে লেখেন, ‘হে প্রভু, আপনি কোথায়? এ বার আপনাকে দেখা দিতে হবে’। অন্য জনের টিপ্পনি, ‘ভারতেও শাহবাজ শরিফের অনুরাগী সংখ্যা কিছু কম নয়।’
(আরও পড়ুন: পর্দার ‘সীতা’র সঙ্গে অল্পবয়সী মোদী ও আডবানির অদেখা ছবি সামনে এল)
মাস কয়েক আগেও নেটমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন দীপিকা। ‘সীতা মা’-এর কাণ্ড দেখে চমকে উঠেছিলেন নেটিজেনরা। কোনও এক ঘরোয়া পার্টিতে ছোট ঝুলের একটি স্কার্ট পরে ছবি দিয়েছিলেন তিনি। আর তা দেখেই দেখেই নিন্দার ঝড় ওঠে অনুরাগীমহলে। শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের আগুনে ঘৃতাহুতি করে অভিনেত্রীর হাতে থাকা ওয়াইনের গ্লাস। উড়ে আসতে থাকে একের পর এক মন্তব্য। শেষমেশ বাধ্য হয়ে নেটমাধ্যম থেকে সেই ছবি মুছে দেন দীপিকা।
(আরও পড়ুন: স্মৃতি রোমন্থন ‘সীতা’র, সামনে আনলেন রামায়ণের গোটা পরিবারের অদেখা ছবি)
For all the latest entertainment News Click Here