‘এসপার-ওসপার’ চাই, বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয় ভারতের : আথাওয়ালে
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয় ভারতের। যা আগামী ২৪ অক্টোবর হওয়ার কথা আছে। এমনটাই দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। তাঁর বক্তব্য, এবার পাকিস্তানের সঙ্গে এসপার-ওসপার করতে হবে।
মঙ্গলবার পুণেতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ (পড়ুন পাকিস্তান) এখনও শিক্ষা নেয়নি। যদি পাকিস্তান (জম্মু ও কাশ্মীর) উপত্যকায় নিজেদের কার্যকলাপ বন্ধ না করে, তাহলে এসপার-ওসপারের লড়াই হবে। জম্মু ও কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের নিশানা করে হামলা চালানো হচ্ছে। নিশানা করা হচ্ছে স্থানীয় কাশ্মীরি পণ্ডিতদের। উপত্যকায় উন্নয়নের ধারা আটকাতে এটা পাকিস্তানের ছক।’
সম্প্রতি একাধিক জঙ্গি হামলার সাক্ষী থেকেছে জম্মু ও কাশ্মীর। চলতি মাসের শুরু থেকে কমপক্ষে ১১ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ভিনরাজ্যের পাঁ শ্রমিক আছেন। সেই পরিস্থিতিতে একাধিক মহল থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি তোলা হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিবাজ সিং বলেন, ‘আমার মতে (ভারত এবং পাকিস্তানের) সম্পর্ক ভালো নয়। তাই এটা (বিশ্বকাপের ম্যাচ) খেলার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা উচিত।’ একইসুরে জওয়ানদের মৃত্যু প্রসঙ্গে এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘আমাদের নয় জওয়ান মারা গিয়েছেন। এদিকে ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ হবে।’
তবে সেই বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত সংযুক্ত আরব আমিরশাহিতে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তর থেকেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে। তারইমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গে আথাওয়ালে বলেন, ‘আমার ব্যক্তিগত মত হল যে পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয় ভারতের। আমি এটা বিসিসিআইয়ের সচিব জয় শাহকে জানাব।’ সঙ্গে তিনি জানান, তিনি যা বলেছেন, তা তাঁর দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ারও অবস্থান।
For all the latest Sports News Click Here