এশিয়া কাপ আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দিল শ্রীলঙ্কা, কোথায় হবে টুর্নামেন্ট?
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) বলে দিয়েছে যে, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের কারণে আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার মতো অবস্থায় নেই বোর্ড। শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির কারণে এসএলসি সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার কাছেই থাকুক এশিয়া কাপের ‘হোস্টিং রাইটস’ চায় পিসিবি
এসিসি-র একটি সূত্র জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে যে, তাদের দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে, বিশেষ করে যখন বৈদেশিক মুদ্রার বিষয়ে উদ্বিগ্ন, তখন দেশে ছয় দলের এই বড় ইভেন্টটি আয়োজন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’
আরও পড়ুন: Asia Cup 2022 শুরু হবে সম্ভবত শুরু হবে অগস্টের শেষে, চলবে মাঝ সেপ্টেম্বর পর্যন্ত
পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, তারা সংযুক্ত আরব আমিরশাহী বা অন্য কোনও দেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায়।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ অগস্ট-সেপ্টেম্বর মাসে হওয়ার কথা রয়েছে। এসিসি আগামী কয়েক দিনের মধ্যেই এই টুর্নামেন্ট সংক্রান্ত যাবতীয় ঘোষণা করতে পারে। শ্রীলঙ্কা বর্ডের তরফে বলা হয়েছে, ‘আরব আমিরশাহী চূড়ান্ত বিকল্প ভেন্যু নয়। ভারতের পাশাপাশি অন্য কোনও দেশেও এই টুর্নামেন্ট খেলা হতে পারে। কারণ এসিসি এবং শ্রীলঙ্কা ক্রিকেটকে প্রথমে এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত অনুমোদনের জন্য কথা বলতে হবে।’
For all the latest Sports News Click Here