এশিয়া কাপের ভুল শোধরানো, বাবরদের বেঁধে ফেলা – কোন কারণে অশ্বিনকে রাখলেন রোহিত?
যুজবেন্দ্র চাহাল নন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে থাকলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু কেন অশ্বিনকে দলে নেওয়া হল, সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরিসংখ্যানে। অফস্পিনারদের বিরুদ্ধে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানদের রেকর্ড তেমন ভালো নয়। সেইসঙ্গে আছে কৌশল।
রবিবার মেলবোর্নে ভারতীয় অনুশীলন দেখেই বোঝা যাচ্ছিল যে প্রথম একাদশে থাকছেন অশ্বিন। পিচও দেখে আসেন তিনি। শেষপর্যন্ত সেটাই হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, প্রথম একাদশে আছেন অশ্বিন। কিন্তু চাহালের পরিবর্তে কেন অশ্বিনকে প্রথম একাদশে রাখল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক? তার পিছনে কয়েকটি কারণ লুকিয়ে আছে।
আরও পড়ুন: IND vs PAK Live: টস জিতলেন রোহিত, চাহালকে টপকে দলে ঢুকলেন অশ্বিন, ঋষভ পন্ত বাদ
১) অফস্পিনারদের বিরুদ্ধে পাকিস্তানের দুই ওপেনার বাবর এবং রিজওয়ানের রেকর্ড আহামরি নয়। টি-টোয়েন্টি অফস্পিনারদের বিরুদ্ধে পাকিস্তানের অধিনায়ক বাবরের স্ট্রাইক রেকর্ড ১১০। আউট হয়েছেন চারবার। রিজওয়ানের স্ট্রাইক রেকর্ড ৯৯। তিনবার আউট হয়েছেন রিজওয়ান।
২) বাঁ-হাতি মহম্মদ নওয়াজকে যে পাকিস্তানি ব্যাটিং অর্ডারে ‘প্রমোশন’ দেওয়া হতে পারে, সে বিষয়টা ভালোভাবেই জানে ভারত। মাসকয়েক আগেই এশিয়া কাপের ‘সুপার ৪’-এ সেই কাজটা করেছিল পাকিস্তান। ২০ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন নওয়াজ। যে ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই ম্যাচে ছিলেন না অশ্বিন।
তাই এবার বাঁ-হাতি ব্যাটারের বিরুদ্ধে অফস্পিনার অশ্বিনকে ব্যবহার করার ছক কষে রেখেছেন রোহিতরা। সেইসঙ্গে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে আছেন বাঁ-হাতি ব্যাটার শান মাসুদ। যিনি তিন নম্বরে আছেন।
৩) হার্ষাল প্যাটেল খেলছেন না। তিন পেসারে নামছে ভারত। তাই রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে (চোটের জন্য নেই, অক্ষর প্যাটেল থাকলেও জাদেজার থেকে পিছিয়ে থাকবেন) অশ্বিনকে লোয়ার অর্ডারে রেখে ব্যাটিং কিছুটা শক্তিশালী করতে চেয়েছেন রোহিতরা।
৪) যে বোলাররা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কমপক্ষে ২৫ টি উইকেট নিয়েছেন, তাঁদের মধ্যে অশ্বিনের ইকোনমি রেট সবথেকে ভালো। ১৮ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। ইকোনমি রেট ১৫.২৬।
আরও পড়ুন: IND vs PAK: ‘বাবরের জারিজুরি শেষ হবে এই ভারতীয় বোলারের সামনে’, মহারণের আগে সাফ বললেন রায়না
৫) অশ্বিন অফস্পিনার তো বটেই। তাঁর হাতে আছে ‘স্টক’ বল। ডান-হাতি ব্যাটারদের বিরুদ্ধে অশ্বিনের তাঁর ক্যারম বল এবং রিভার্স ক্যারম আছে। ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে তাঁর রেকর্ডও দারুণ।
For all the latest Sports News Click Here