এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ঘোষণা হতেই এই হাফ ডজন ক্রিকেটারের মাথায় বজ্রাঘাত!
চলতি বছরের শেষে সংযুক্ত আরব আমির শাহিতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২২ এশিয়া কাপের আসর। তার জন্য ভারতীয় ক্রিকেট দলের ঘোষণা করা হয়েছে। সোমবার ৮ অগস্ট বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই-এর তরকফ থেকে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। নির্বাচকরা অনেক ভেবে চিন্তে চূড়ান্ত ১৫ জনের দল বেছে নিয়েছেন। তবে এই দলে বেশ কিছুদিন ধরে খেলে আসা প্রায় হাফ ডজন খেলোয়াড় সুযোগ পাননি।
বহুজাতিক টুর্নামেন্টের জন্য মাত্র ১৫ সদস্যের একটি দল বাছাই করা হয় এবং এমন পরিস্থিতিতে প্রায় অর্ধ ডজন খেলোয়াড় এতে জায়গা করে নিতে পারেনি। যদিও তিনজন খেলোয়াড় সংযুক্ত আরব আমির শাহিতে দলের সঙ্গে রিজার্ভ হিসাবে ভ্রমণ করবে, তবে মনে করা হচ্ছে সেই খেলোয়াড়দের প্রয়োজন নাও হতে পারে। চূড়ান্ত ১৫ ছাড়াও, বিসিসিআই শ্রেয়স আইয়ার,দীপক চাহার এবং অক্ষর প্যাটেলকে ২০২২ এশিয়া কাপের জন্য দলে সংরক্ষিত হিসাবে বেছে নিয়েছে।
আরও পড়ুন… ‘আমাদের নিয়ে এত ভাবতে হবে না,’ ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে একহাত নিলেন সুনীল গাভাসকর
আইয়ার,চাহার এবং প্যাটেল ছাড়াও এই তালিকায় রয়েছেন ইশান কিষাণ,সঞ্জু স্যামসন এবং কুলদীপ যাদব যারা সুযোগ পাননি। এভাবে দলে জায়গা করে নিতে পারেননি মোট ৬ জন খেলোয়াড়। একই সঙ্গে ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন হার্ষাল প্যাটেল ও জসপ্রীত বুমরাহ। পিঠের চোটের কারণে জসপ্রীত বুমরাহ দলের সঙ্গে থাকবেন না।অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পেয়েছিলেন হার্ষাল প্যাটেল।
আরও পড়ুন… চোট আঘাতে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট! এশিয়া কাপের দল গঠন করতে হিমশিম খাচ্ছে বিসিবি
এমনও নয় যে এই খেলোয়াড়রা কিছুদিন পারফর্ম করতে পারেননি। আসলে,দীপক চাহার এবং কুলদীপ যাদব (একটি ম্যাচ) বাদে শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসন গত কয়েকটি সিরিজে অনেক সুযোগ পেয়েছিলেন এবং এই খেলোয়াড়রা সেই সুযোগগুলি অনেকবার নিয়েছিলেন। এই খেলোয়াড়রা রক্ষা পাননি। প্রত্যাশা এবং বাদ দেওয়া হয়েছে।
For all the latest Sports News Click Here