এশিয়া কাপ সরলে ৩ মিলিয়ন ডলার ক্ষতি হবে! ভারতকে হুংকার দিয়েও বাস্তবের মাটিতে পাক
এশিয়া কাপ পাকিস্তানে হবে কিনা তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানে ভারত এশিয়া কাপ খেলতে যাবে না। এশিয়া কাপ পাকিস্তানে না হলে যে বড় ক্ষতির মুখে পড়বে পিসিবি। সেই কথা জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজিম শেঠি। তিনি জানিয়েছেন, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে গেলে তারা ৩ মিলিয়ন ডলার রাজস্ব হারাবে।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আমরা এটা স্পষ্ট করে দিয়েছি, এশিয়া কাপ হাইব্রিড মডেলে হবে। যেখানে ভারত নিরপেক্ষ ভেনুতে নিজেদের ম্যাচ খেলবে কিন্তু বাকি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এর পরিবর্তে আমরা অন্য কোন সময়সূচি বা এশিয়া কাপ না খেলাকে সমর্থন করব না।’
চলতি বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। কিন্তু ভারচ পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নাজাম শেঠি এশিয়া কাপ আয়োজনের জন্য একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব রেখেছেন। যেখানে ভারত তাদের ম্যাচগুলি একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এতে স্পষ্ট হয়েছে, পাকিস্তান কোনও মতে এশিয়া কাপের আয়োজকের তকমা হারাতে চায়না। এই বিষয়ে পিসিবি চেয়রম্যান বলেন, ‘আমরা কোনও মতেই এশিয়া কাপের দায়িত্ব থেকে সরে আসতে রাজি নই।’ ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা এখন তাদের জন্য কোনও অজুহাত নয়। আমরা তাদের বলেছি যদি তাদের সরকার পাকিস্তানে খেলার ছাড়পত্র না দেয় তবে এর কিছু লিখিত প্রমাণ দেখাতে। যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সহ অন্যান্য সব দল কোনও সমস্যা ছাড়াই পাকিস্তানে খেলছে, তখন ভারতের পাকিস্তান সফরে নিরাপত্তা সংক্রান্ত কোনও উদ্বেগ থাকা ঠিক না।’
পিসিবি চেয়ারম্যান জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অর্জিত আয়ের ৮০ শতাংশ এসেছে পাকিস্তান ও ভারতের ম্যাচ থেকে। উল্লেখ্য ভারত পাকিস্তানে এশিয়া কাপ না খেললে পাকিস্তানও ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা আগেই জানিয়ে রেখেছে।
অন্যদিকে এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে এসিসি যদি টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল গ্রহণ করে তবে এটি আইসিসি বিশ্বকাপেও প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের চেয়ারম্যান কে প্রশ্ন করা হয়, পাকিস্তান কি তাহলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না? এই প্রশ্নের জবাবে তিনি জানান, আইসিসির সঙ্গে তাদের সম্পর্ক অন্য রকম। কিন্তু বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
For all the latest Sports News Click Here