এশিয়া কাপ বাতিল করার কোনও সিদ্ধান্তই এখনও নেয়নি ACC- সূত্র
এশিয়া কাপ স্থগিত করা হতে পারে এবং পাকিস্তানকে বাদ দিয়ে একটি সমান্তরাল টুর্নামেন্ট দুবাইতে একই উইন্ডোতে খেলা হতে পারে, সংবাদমাধ্যমের এমন দাবি কার্যত উড়িয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তাদের এক সূত্র সোমবার বলেছেন, তাঁরা এমন কোনও প্রস্তাব সদস্য দেশগুলোতে পাঠায়নি।
পাকিস্তান মিডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, পিসিবি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলতে রাজি না হলে, দেশ থেকে টুর্নামেন্ট কেড়ে নেওয়া হতে পারে।
ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজনের স্বত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ, যিনি এসিসির চেয়ারম্যানও, স্পষ্ট করে দিয়েছেন যে, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না।
সম্প্রতি পিসিবি ‘হাইব্রিড মডেল’-এ এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে। যে প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তান তাদের ম্যাচগুলি ঘরের মাটিতে খেলবে, যেখানে ভারত একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলবে- সম্ভাব্য দুবাইতে।
আরও পড়ুন: বড় চোটের কবলে রাহুল, খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন, কপাল পুড়ল না তো LSG-র?
বিসিসিআই অবশ্য চাইছে, পুরো টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত করতে চাইছে। যেখানে তিনটি মাঠ রয়েছে- দুবাই, শারজাহ এবং আবুধাবিতে। অনেকটা ২০১৮ এবং ২০২২ সংস্করণের মতো, যখন ভারত এবং শ্রীলঙ্কা টুর্নামেন্টের আয়োজক ছিল।
দুবাইতে আইসিসির বৈঠকের ফাঁকে এসিসি বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, ‘কথাবার্তা আদান-প্রদান হয়েছে, কিন্তু এশিয়া কাপ স্থগিত করার বিষয়ে কোনও আলোচনা বা প্রস্তাব আনা হয়নি। দ্বিতীয়ত, এশিয়া কাপ বাতিল হলে প্রথমেই পিসিবিকে জানানো হবে। এখনও পর্যন্ত সে রকম কিছুই হয়নি। এসিসি চেয়ারম্যান (জয় শাহ) এখনও এই নিয়ে কিছুই বলেননি।’
সেই সূত্র আরও বলেছেন, ‘ইভেন্ট স্থগিত বা বাতিল করতে হলে একটি নির্বাহী বোর্ডের সভা ডাকতে হবে। চেয়ারম্যান (জয় শাহ) সাত দিনের মধ্যে সভা ডাকতে পারেন। আজ পর্যন্ত এই ধরনের কোনও সভা সম্পর্কে কোনও তথ্য নেই।’
আরও পড়ুন: কী ভাবে ধোনিকে কিস্তিমাত করে, আসল রাজা হলেন সিকান্দার!- ভিডিয়ো
এসিসি সূত্রটি বলেছে যে, তাঁর সর্বোত্তম জ্ঞান অনুসারে, পিসিবি, এসিসি এবং বিসিসিআই-এর মধ্যে সর্বশেষ আনুষ্ঠানিক মেইল আদান-প্রদান হয়েছিল, যাতে ভারতীয় দলকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা এবং সর্বোত্তম আতিথেয়তার আশ্বাস দিয়ে দিয়ে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। তবে সেই সূত্র এ কথাও জানিয়েছেন, ‘বর্তমান সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানে ভ্রমণ করা ভারতের পক্ষে কঠিন বিষয়।’
অন্য সমস্যাটি হল টেলিকাস্ট চুক্তিতে সরকারী সম্প্রচারকারীর প্রতিশ্রুতি দেওয়া অর্থের পরিমাণ, যার মধ্যে অন্তত নিশ্চিত ভাবে দু’টি ভারত-পাকিস্তান গেম অন্তর্ভুক্ত রয়েছে। দুই দল ফাইনালে উঠলে তৃতীয় খেলাটিও হতে পারে।
সেই সূত্র তাই বলেছেন, ‘আমাদের অবশ্যই মিডিয়া অধিকার এবং স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তির কথা মনে রাখতে হবে, যারা এশিয়া কাপে অন্তত দুটি পাকিস্তান বনাম ভারত ম্যাচের জন্য কয়েক মিলিয়ন অর্থ দিয়েছে।’
জানা গিয়েছে, যখন নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে এসিসি সদস্যদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়, তখন সূত্রটি নিশ্চিত করে যে, বিসিসিআই শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে সমর্থন পেয়েছে।
For all the latest Sports News Click Here