এশিয়া কাপ নাকি বিশ্বকাপ, যশস্বী কোন দলের যোগ্য? জহুরির চোখ নিয়ে সৌরভ কী বললেন?
আইপিএলের সময় যশস্বী জসওয়ালকে খুব কাছ থেকে দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে যশস্বীর ১৭১ রানে দুর্দান্ত ইনিংসটি দেখে সৌরভের উপলব্ধি, লম্বা রেসের ঘোড়া জসওয়াল।
জহুরির চোখ রত্ন চিনতে ভুল করে না। ক্যাপ্টেন থাকাকালীন ভারতীয় ক্রিকেটকে প্রতিভাবান সব খেলোয়াড় উপহার দিয়েছেন সৌরভ। সেই জহুরির চোখে বিচার করেই সৌরভ দাবি করেন যে, ভারতীয় ক্রিকেটের দীর্ঘদিন সেবা করবেন যশস্বী। এমনকি সৌরভ এও চান যে, জসওয়াল ভারতের হয়ে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করুন।
বিশ্বকাপের ঠিক আগেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সেই টুর্নামেন্ট শেষ হতে হতে শুরু হয়ে যাবে বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই বিসিসিআই সেই সব ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপের দল গড়ে নেয়, যাঁদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কার্যত নেই। এশিয়া কাপের দলে যশস্বীর নাম থাকায় এটা নিশ্চিত হয়ে যায় যে, তাঁকে প্রাথমিকভাবে বিশ্বকাপের জন্য ভাবছেন না জাতীয় নির্বাচকরা।
সৌরভ অবশ্য যশস্বীকে নিয়ে ভিন্ন মত পোষণ করছেন। তিনি বলেন, ‘আমি চাই যশস্বী ভারতের হয়ে আসন্ন বিশ্বকাপে মাঠে নামুক। আইপিএলের সময় ওকে খুব কাছ থেকে দেখেছি। তবে লাল বলের ক্রিকেট সম্পূর্ণ আলাদা। ও দেখিয়েছে যে, লাল বলের ক্রিকেটেও সফল হওয়ার বিস্তর সম্ভাবনা রয়েছে ওর। আমি মনে করি যে, ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন দাপিয়ে বেড়ানোর ক্ষমতা রয়েছে যশস্বীর।’
আরও পড়ুন:- Emerging Asia Cup 2023: ধুন্ধুমার লড়াই শেষে ডু-অর-ডাই ম্যাচ জিতে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
টিম ইন্ডিয়ার প্রাক্তন দলনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি আরও বলেন, ‘আমি সর্বদা টপ অর্ডারে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশের পক্ষপাতী। এটা প্রতিপক্ষের বোলিং আক্রমণকে বিব্রত করে। কেননা বোলারদের ক্রমাগত লাইন-লেনথে বদল আনতে হয়।’
যশস্বীকে এশিয়ান গেমসের দলে রাখা হলেও সৌরভ মনে করছেন যে, শেষ মুহূর্তে নির্বাচকদের মনে হলে যশস্বীকে এশিয়ান গেমসের স্কোয়াড থেকে সরিয়ে নিতে পারেন। অর্থাৎ, জসওয়ালের বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়ার রাস্তা খোলা রয়েছে এখনও।
আরও পড়ুন:- SL vs PAK 1st Test: অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে ধুঁকতে থাকা পাকিস্তানকে গল টেস্টে চালকের আসনে বসালেন সউদ শাকিল
এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতের ১৫ জনের মূল স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরন সিং (উইকেটকিপার)।
স্ট্যান্ড-বাই ক্রিকেটার: যশ ঠাকুর, সাই কিশোর, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শন।
For all the latest Sports News Click Here