এশিয়া কাপে হাইব্রিড মডেল প্রত্যাখানের ইঙ্গিত জাকা আশরাফের, মুখের ওপর জবাব ACC-র
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য চেয়ারম্যান জাকা আশরাফ বুধবার একটি সংবাদিক সম্মেলনে একটি বোমা ফাটিয়েছেন পিসিবি-র সম্ভাব্য চেয়ারম্যান। ২০২৩ এশিয়া কাপ আয়োজনের হাইব্রিড মডেল সম্পর্কে নিজের আপত্তি প্রকাশ করেছেন জাকা আশরাফ। যদিও এখনও পর্যন্ত তিনি পিসিবি-র চেয়ারম্যান নির্বাচিত হননি, তবে তাঁর এই পদে বসাটা তাঁর সময়ের অপেক্ষা। পাকিস্তানের অ্যাপেক্স ক্রিকেট বোর্ড, সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) দ্বারা অনুমোদিত হাইব্রিড মডেলটি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে।
২০০৮ সালের পর প্রথম বারের মতো ঘরের মাঠে পাকিস্তানের একটি বহুজাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার কথা। এসিসি পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে ২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসেবে নিশ্চিত করেছে। এশিয়া কাপ মূলত পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) স্পষ্ট করে জানিয়ে দেয় যে, পাকিস্তানে গিয়ে ভারত এশিয়া কাপ খেলবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ, যিনি বিসিসিআই-এরও সচিব, তিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে, টিম ইন্ডিয়া শুধুমাত্র নিরপেক্ষ ভেন্যুতেই পাকিস্তানের সঙ্গে খেলবে। পাকিস্তানে গিয়ে ভারত কোনও ভাবেই খেলবে না।
আরও পড়ুন: সেহওয়াগকে নির্বাচক করার জন্য কি পে প্যাকেজ বৃদ্ধি করবে BCCI?
বুধবার এক সংবাদিক সম্মেলনে এশিয়া কাপের হাইব্রিড মডেল তীব্র অসন্তোষ প্রকাশ করেন আশরাফ। যদি আশরাফ পিসিবি-র চেয়ারম্যান পদে নিযুক্ত হন, তা হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই-এর মধ্যে ফের যুদ্ধ শুরু হবে। তিনি বলেছেন, ‘প্রথম বিষয় হল যে, আমি অতীতে হাইব্রিড মডেল (এশিয়া কাপের জন্য) প্রত্যাখ্যান করেছিলাম। কারণ আমি এটির সঙ্গে একমত নই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, এটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। তাই আমরাই একক ভাবে এই টুর্নামেন্ট আয়োজন করব।’
আশরাফের বক্তব্য অনুযায়ী ভারতে অনুষ্ঠিত হতে চলা, ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ করা নিয়েও তৈরি হতে পারে জটিলতা। এ দিকে এসিসি-র এক সদস্য পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিষ্কার বলে দিয়েছেন, ‘এশিয়া কাপের মডেল এসিসি ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে। এবং এতে কোনও পরিবর্তন হবে না। আশরাফ যা মন চায়, সেটা বলতেই পারেন।’
আরও পড়ুন: পছন্দের জায়গায় খেলতে দিতে হবে, পাকিস্তানের আব্দার মানছে না ICC এবং BCCI- রিপোর্ট
আশরাফ পিসিবির চেয়ারম্যান হওয়ার বিষয়ে এগিয়ে। তবে আশরাফ ছাড়াও রয়েছে আরও এক মনোনীত প্রার্থী। পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির চেয়ারম্যান হিসেবে শারিফের দায়িত্ব নেওয়াটা এই মুহূর্তে পাক প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা মাত্র।
একটি প্রতিবেদন অনুসারে, পিসিবি বিশ্বকাপের কয়েকটি খেলার জন্য ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল। কিন্তু আইসিসি এবং বিসিসিআই- উভয়ই এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ২০১২ সালে ভারত যখন শেষ বার পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল তখন আশরাফ ছিলেন পিসিবি চেয়ারম্যান। যে কারণে আশরাফ বলেছেন, ‘পাকিস্তানের সামনে চ্যালেঞ্জ রয়েছে, অনেক মুলতুবি বিষয় রয়েছে, এশিয়া কাপ আছে, তার পর বিশ্বকাপ, দলের প্রস্তুতি, একটি বড় ইস্যু। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না, কারণ আমি (এখনও) দায়িত্ব গ্রহণ করিনি। একবার আমি দায়িত্ব নিলে দেখব পরিস্থিতি কী। আমি সব সময়ে মিডিয়াকে সঙ্গে নিয়ে চলি। আমি কিছু গোপন করি না। আমাদের কাজ করতে হবে। পাকিস্তানের উন্নতির জন্য, আমাদের একটি পরিষ্কার সচেতনতা রয়েছে।’
For all the latest Sports News Click Here