এশিয়া কাপে না খেলার কারণ জিজ্ঞাসা করলেই জয় শাহ শুধু হাসেন- PCB প্রধান নাজাম শেঠি
২০২৩ এশিয়া কাপ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ভারত কি টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে নাকি নিজেদের পয়েন্টে তারা স্থির থাকবে? সে বিষয়ে এখনও পর্দা ওঠেনি। খেলার বিষয় নিয়ে এখনও কিছুই পরিষ্কার করা হয়নি। এদিকে, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কিছুই নিশ্চিত করা হয়নি। এই সমস্ত কিছুর মধ্যে বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি বড় মন্তব্য করেছেন। নাজাম শেঠি জানিয়েছেন তিনি যখনই জয় শাহের সঙ্গে পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে প্রশ্ন করেন তখনই নাকি জয় শাহ কেবল হাসেন এবং পাকিস্তানে না খেলার কোনও কারণ বলেন না।
আরও পড়ুন… সচিনের নাম ভাঁড়িয়ে মেডিকেল প্রোডাক্টের বিজ্ঞাপন, মুম্বই পুলিশে দায়ের হল FIR
পিসিবি প্রধান বলেছেন, জয় শাহের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। এশিয়া কাপ ২০২৩ সম্পর্কে কথা বলতে গিয়ে নাজাম শেঠি বলেছিলেন, ‘আমাদের প্রকৃত পক্ষে কোনও সমস্যা নেই, আমাদের দীর্ঘ কথোপকথন হয়েছে এবং আমরা একে অপরের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করি। আমাদের মধ্যে একমাত্র সমস্যা হল, তিনি (জয় শাহ) আমাকে কখনও পাকিস্তানে না খেলার কারণ বলেননি। তিনি শুধু হাসেন। এছাড়া তিনি হাসতে হাসতে বলেন, ‘আচ্ছা, ছাড়ুন আপনি জানেন পরিস্থিতি কেমন। আসুন এটিকে ছেড়ে অন্য সম্পর্কে কথা বলি। আসুন অন্য কোন কিছুর সমাধান খুঁজে বের করা যাক।’
আরও পড়ুন… স্টকল্যান্ডের প্রাক্তন কোচকে বিশ্বকাপের আগে হেড কোচ নিযুক্ত করল পাকিস্তান
বিসিসিআই ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে ভারতীয় দল এশিয়া কাপ ২০২৩-এর জন্য পাকিস্তান সফর করবে না। এর জবাবে পিসিবি বলেছে যে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতে আসবে না তাদের দল। নাজাম শেঠি ‘স্পোর্টস তক’-এর সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘পাকিস্তান বিশ্বকাপে ভারতে আসবে না, আমরা চাই আমাদের ম্যাচগুলি শুধুমাত্র একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হোক।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
নাজাম শেঠি আরও বলেন, ‘এখন এটি একটি সমাধান (হাইব্রিড মডেল) যা আমি পেয়েছি, যা একটি আপস। আমি বলতে পারতাম যে আমরা এশিয়া কাপ খেলব না, ভুলে যাও। হাইব্রিড মডেল না, আপনি এসে খেলুন, না হলে আমরা খেলছি না। আমি এমনকি বলেছিলাম যে আমরা ফাইনালে ভারতের সঙ্গে খেললেও আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলব। ভগবানের দোহাই দিয়ে, আমাদের একটি মুখ-সংরক্ষণের মর্যাদাপূর্ণ সমাধান দিন যাতে আমি আমার লোকেদের বলতে পারি যে আমরা আয়োজক ছিলাম এবং আমাদের এখানে কিছু ম্যাচ আছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here