এশিয়া কাপের আগেই অগস্টে আয়ারল্যান্ড সফরে জাতীয় দলে ফিরছেন বুমরাহ- রিপোর্ট
যখন রবি শাস্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কেন অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ‘সামান্য ফেভারিট’ বলছেন জসপ্রীত বুমরাহ। তারকা পেসারের অনুপস্থিতিতে তারা ডব্লিউটিসি ফাইনালে ২০৯ রানে হেরে গিয়েছে। গত বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত বাজে ভাবে হেরে ছিটকে গিয়েছিল। তবে বুমরাহ দলে ফিরলে ভারত বিশ্বকাপে অক্সিজেন পেতে পারে। শোনা যাচ্ছে, জসপ্রীত বুমরাহ অক্টোবরে ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই দলে ফিরতে মরিয়া।
গত বছরের সেপ্টেম্বর থেকে পিঠের চোটের কারণে ২২ গজ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরাহ। যে কারণে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলতে পারেননি। তবে বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি মাঠে ফিরেছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে জসপ্রীত বুমরাহ শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার সময়ে তাঁর চোট আরও বেড়ে যায়। যার ফলে এর পর থেকে এখনও পর্যন্ত তিনি ২২গজে ফিরতে পারেননি। এর পর নিউজিল্যান্ডে তাঁর পিঠে অস্ত্রোপচার হয়। এত দিন তাঁর ফিজিওথেরাপি হয়েছে, এখন তিনি বোলিং করছেন বলে খবর।
আরও পড়ুন: দ্রাবিড়কে ন্যায্য সুযোগ দিতে হবে- ভারতের কোচের পাশে দাঁড়িয়ে সরব স্মিথ
নিউজ ১৮-এর একটি প্রতিবেদন অনুসারে, বুমরাহ অগস্টেই ভারতীয় দলে ফিরে আসার জন্য প্রস্তুত। টিম ইন্ডিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে। সিরিজটি ১৮ অগস্ট থেকে শুরু হবে। আর তিনটি ম্যাচই মালাহাইডে অনুষ্ঠিত হবে। এই সিরিজেই দেখা হবে বুমরাহের ফিটনেস ঠিক কী জায়গায় রয়েছে। সেই বুঝেই সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে তাঁকে দলে রাখা নিয়ে বিবেচনা করা হবে। আর ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ওডিআই বিশ্বকাপের দলে থাকার বিষয়টিও পুরো নির্ভর করবে এই সিরিজগুলির উপর।
বিসিসিআই-এর এক কর্তা নিউজ-১৮-কে বলেছেন, ‘জসপ্রীত বুমরাহকে এই বছরের আগস্টে আয়ারল্যান্ড সিরিজের জন্য দলে রাখা হতে পারে। এটি ভারতীয় ক্রিকেট দলের জন্য একটি বড় বিষয় হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে বুমরাহ মাঠে নামতে পারে।’
আরও পড়ুন: স্ত্রীকেও জানিয়ে দিয়েছিলাম, অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজই হয়তো শেষ হতে চলেছে- কেন এমন ভেবেছিলেন অশ্বিন?
এই বছরের মার্চ মাসে রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাওয়ার পর থেকে বুমরাহ এই মুহূর্তে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ, নীতিন প্যাটেল, যিনি স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন বিভাগের প্রধান, তাঁদের নজরে রয়েছেন। সেই দলে এস রজনীকান্তও রয়েছেন, যিনি দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফ ছিলেন, বর্তমানে তিনি এনসিএ-তে ফিজিয়ো হিসেবে রয়েছেন। তিনি শ্রেয়স আইয়ার এবং হার্দিক পান্ডিয়াকে চোট থেকে সেরে উঠতে সাহায্য করেছেন।
সেই কর্তা যোগ করেছেন, ‘বুমরাহের সাথে খুব ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন নীতিন প্যাটেল এবং রজনীকান্ত। এনসিএ-তে বুমরাহের রিহ্যাবের সময়ে তাঁকে ট্র্যাক রেখেছেন। দু’জনেই খুব অভিজ্ঞ এবং বুমরাহের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাদা বলের বছর এবং নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে বাড়তি কোনও ঝুঁকি নিতে চান না তাঁরা।’
ইএসপিএনক্রিকইনফো আগেই জানিয়েছিল যে, জসপ্রীত বুমরাহ এবং শ্রেয়স আইয়া এশিয়া কাপের জন্য জাতীয় দলে ফিরতে প্রস্তুত।
For all the latest Sports News Click Here