এশিয়ান গেমসে সিঙ্গলসে সুযোগ পেলেন না ভারতের এক নম্বর টিটি প্লেয়ার হরমীত দেশাই
শুভব্রত মুখার্জি: চিনের হাংঝাউতে অনুষ্ঠিত হবে আসন্ন এশিয়ান গেমসের আসর। সেই গেমসে ভারতীয় টেবিল টেনিসের দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে টিটি ফেডারেশনের তরফে। পুরুষ এবং মহিলা উভয় বিভাগের দল ঘোষণা করা হয়েছে সিঙ্গলস এবং ডাবলস উভয় বিভাগেই। দলে রয়েছেন একদিকে অভিজ্ঞ শরথ কমল, জি সাথিয়ান,মনিকা বাত্রা। তেমন অন্যদিকে রয়েছেন হরমিত দেশাইরা। তবে যেহেতু এশিয়ান গেমসে সিঙ্গেলসে ভারত থেকে দুই জন প্রতিযোগী অংশ নিতে পারত তাই সিঙ্গলসের দলে জায়গা হয়নি ফর্মে থাকা হরমিত দেশাইয়ের। আর সে কথাকে সামনে রেখেই এবার তাঁর প্রতি অন্যায়, অবিচার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বয়ং হরমিত।
এশিয়ান গেমসে যেহেতু পুরুষ সিঙ্গলসে ভারত থেকে দুজন খেলতে পারবেন তাই অভিজ্ঞ শরথ কমল এবং জি সাথিয়ানকে সিঙ্গেলস খেলার জন্য বেছে নেওয়া হয়েছে। সিঙ্গলস দলে জায়গা হয়নি হরমিতের। আর তা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। হরমিত এশিয়ান গেমসের ভারতীয় জায়গা পেয়েছেন, তবে তাঁকে রাখা হয়েছে দলগত ইভেন্ট এবং মিক্সড দলগত ইভেন্টে খেলার জন্য। সম্প্রতি ভালো ফলও করেছেন তিনি। এরপরেও এশিয়ান গেমসের টিটির সিঙ্গেলস খেলার ছাড়পত্র পাননি হরমিত। আর তা না পেয়েই বিস্ফোরক দাবি করেছেন তিনি।
সুরাটের বাসিন্দা ২৯ বছর বয়সি প্যাডলার এই বিষয়ে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘(আসন্ন হ্যাংঝাউ) আসন্ন এশিয়ান গেমস আমার তৃতীয় এশিয়ান গেমস হতে চলেছে। আমাদের দল নির্বাচনের যে নীতি রয়েছে ঘরোয়া বা আন্তর্জাতিক পারফরম্যান্সের মধ্যেও যে নীতি রয়েছে সেই ক্ষেত্রেও এশিয়ান গেমসে আমার সিঙ্গলসে খেলার কথা। আমার শুধুমাত্র দলগত ইভেন্ট বা মিক্সড ডাবলসে খেলার কথা নয়।’ টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি কমলেশ মেহেতা ও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, ‘নির্বাচকরা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে। কমল এবং সাথিয়ানকে এশিয়ান কাপের সিঙ্গলসে খেলানোর। নির্বাচনের সময়ে ক্রমতালিকায় কে কোথায় রয়েছেন সেটাও দেখা হয়েছে।’
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ জুন। যা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার কাছে পাঠানোর শেষ তারিখ ছিল ১৫ জুলাই। হরমিতের ঘরোয়া অ্যাসোসিয়েশন অর্থাৎ গুজরাট টিটি অ্যাসোসিয়েশনও টিটিএফআইয়ের সিদ্ধান্তে অখুশি এবং তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় গত বার এশিয়ান গেমসের আসরেও ভারতীয় দলে ছিলেন শরথ কমল, জি সাথিয়ান এবং হরমিত দেশাই। সেবার ভারত ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দলগত ইভেন্টে ভারত পদক তুলে নিতে সক্ষম হয়েছিল। সেবার ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় দল। শরথ ,মনিকা বাত্রার সঙ্গে জুটি বেঁধে গতবার মিক্সড ডাবলসেও ব্রোঞ্জ জিতেছিল ভারত।
For all the latest Sports News Click Here