এল ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’র টিজার, দেখেই করণকে নিয়ে কী বললেন শাহরুখ
পাক্কা বলিউডি রোম্যান্টিক ছবি। বরফ ঢাকা পাহাড়ে শিফন শাড়ি পরে রোম্যান্স থেকে নাচ-গানের জমাটি দৃশ্যে ভরপুর ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’র টিজার। আজই এই ভিডিয়ো প্রকাশ্যে এল। সম্পর্কের নানা রং, নানা দিক ফুটে উঠবে এই ছবিতে। আলিয়া এবং রণবীর আসছেন করণ জোহরের এই ছবিতে ভালোবাসার উদযাপন করতে।
ভায়াকম ১৮ এবং ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় আসছে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিটি। এই রোম্যান্টিক সাগার পরিচালনা করেছেন করণ জোহর। দেখতে দেখতে বলিউডে ২৫ বছর পার করে ফেললেন করণ। সিনে জগতে তাঁর রজত জয়ন্তী বর্ষ উদযাপন করতে এবং বরাবরের মতো রোম্যান্টিক ছবির গল্পে ভাসাতে তিনি নিয়ে আসছেন এই ছবি। ফলে বুঝতেই পারছেন কুছ কুছ হোতা হ্যায় খ্যাত পরিচালকের কাছে কতটা আবেগের, এবং বিশেষ এই ছবি! আগামী ২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’।
শাহরুখ খান নিজে বন্ধু করণের এই ছবির টিজার পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানান। কিং খান তাঁর উদ্দেশ্যে লেখেন, ‘ পরিচালক হিসেবে ২৫ বছর। তুমি অনেকটা পথ হেঁটে এসেছ। তোমার বাবা আর আমার বন্ধু টম আঙ্কেল নিশ্চয় আজ তোমায় কোথাও থেকে দেখছেন। আর ভীষণ গর্ববোধ করছেন। উনি সবসময় তোমায় অনেক বেশি বেশি ছবি বানানোর কথা বলতেন। আর আমরা সবাই জানি তুমি সেটা পারো।’
করণের এই নতুন ছবির প্রশংসা করে বাদশা লেখেন, ‘রকি অউর রানি কী প্রেম কাহানির টিজার দেখে মন ভরে গেল। খুব ভালো লাগছে। তোমার জন্য অনেক ভালোবাসা। আর গোটা টিমের জন্য অনেক শুভেচ্ছা রইল।’
এই ছবির টিজার ভিডিয়োতে একটা দৃশ্য প্রকৃতির কোলে দেখা গেল তো আরেকটা স্টুডিওর মধ্যে দেখা গেল। গান থেকে বরফের মধ্যে শিফন শাড়ি পরে আলিয়ার নাচ, রণবীরের সঙ্গে রোম্যান্স থেকে সম্পর্কের টানাপোড়েন সবই এক ঝলকে ফুটে উঠল। করণের আগামী ছবির এই রুদ্ধশ্বাস টিজার নজর কাড়ল বটে!
এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রমুখকে দেখা যাবে। এখানে আলিয়া বঙ্গ তনয়ার রূপে ধরা দেবেন।
For all the latest entertainment News Click Here