এল না বছরের প্রথম খেতাব, সিন্ধু উড়ে গেলেন স্পেন মাস্টার্সের ফাইনালে
মাত্র একধাপ পার করলেই ইতিহাস তৈরি করতে পারতেন পিভি সিন্ধু। কিন্তু তা আর হল না। ফের ফাইনালে হারতে হল ভারতীয় শাটলারকে। স্পেন মাস্টার্সের ফাইনাল থেকে বিদায় নিতে হল পিভি সিন্ধুকে। একেবারে কাছে এসেও খেতাব নিতে পারলেন না তিনি। বছরের প্রথম খেতাবের কাছে এসেও ফিরে আসতে হল তাঁকে।
এদিন স্পেন মাস্টার্সের ফাইনালে মুখোমুখি হয় পিভি সিন্ধু এবং ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া তুনজুং। আর সেই ম্য়াচে বিপক্ষের কাছে দাঁড়াতেই পারলেন না সিন্ধু। ভারতীয় শাটলারকে নিয়ে কার্যত ছেলে খেলা করলেন তিনি। ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া তুনজুংয়ের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারতে হল ভারতীয় শাটলারের। বিপক্ষের চাপে কার্যত ব্যাকফুটে চলে যান সিন্ধু। ফাইনা ম্যাচের ফলাফল ২১-৮, ২১-৮। ফলাফল দেখেই স্পষ্ট, এই ম্যাচে একেবারেই দাঁড়াতে পারেননি সিন্ধু। গ্রেগোরিয়ার বিরুদ্ধে হেরে খেতাব হাতছাড়া করলেন সিন্ধু।
এই ম্যাচে প্রতিপক্ষের সামনে অসহায় লাগছিল সিন্ধুকে। নিজের ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া তুনজুংয়ের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারলেন তিনি। সিন্ধু পাঁচ মাসের দীর্ঘ ইনজুরি থেকে সেরে উঠে ধীরে ধীরে প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন। কিন্তু তাতেই ধাক্কা খেলে। স্বাভাবিক ভাবেই এই হারের পর হতাশ ভারতীয় শাটলার।
শনিবার ভারতীয় শাটলার সিঙ্গাপুরের ইও জিয়া মিনকে পরাজিত করেন। কঠিন এই লড়াইয়ে ২৪-২২, ২২-২০ ব্যবধানে জয়লাভ করেন। অন্যদিকে, সেমিফাইনালে তুনজুং স্পেনের ক্যারোলিনা মারিনকে হারান। সেই ম্যাচে ২১-১০, ২১-১০, ১৫-২১ ব্য়বধানে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেন তুনজুং।
পিভি সিন্ধু এবং গ্রেগোরিয়া তুনজুং সাতবার একে অপরের মুখোমুখি হয়েছেন। তাদের শেষ দেখা হয়েছিল ২০২২ সালে ইন্দোনেশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে। সেখানে সিন্ধু জেতেন ২৩-২১, ২০-২২, ২১-১১ ব্যবধানে। এবার স্পেন মাস্টার্সের ফাইনালে সিন্ধুকে হারিয়ে ইন্দোনেশিয়া মাস্টার্সের বদলা নিলেন গ্রেগোরিয়া। তবে সিন্ধু ভেবেছিলেন, গতবারের মতো এবারেও তাঁকে হারিয়ে দেবেন। কিন্তু সেটা যে একেবারে ভুল, তা প্রমাণ করে দিলেন গ্রেগোরিয়া। এইবার শেষ রক্ষা হল না। হারতে হল গ্রেগোরিয়া তুনজুংয়ের কাছে। বলা ভালো ফাইনালের মঞ্চে বদলা নিলেন তিনি।
For all the latest Sports News Click Here