এল ‘কপিল শর্মা শো’র নতুন প্রোমো, ক্রুষ্ণাকে বাদ দিয়ে এন্ট্রি এক সেক্সি্ নায়িকার
কপিল ফিরতেই ফিরল ‘দ্য কপিল শর্মা শো’। বৃহস্পতিবার চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে নতুন প্রোমো ভিডিয়ো। কবে থেকে আসছের পাশাপাশি এবারের সিজনে কারা থাকবেন সেটাও জানা গেল। ইতিমধ্যেই প্রোমো ভাইরাল। কপিলকে বড্ড মিস করছিল যে দর্শকরা।
নতুন সিজনের প্রোমোতে দেখা পাওয়া গেল সুমনা চক্রবর্তী, কিকু শরদা, চন্দন প্রভাকর থাকছেন আগের সিজন থেকে। নতুন যোগ হয়েছেন ইশতিয়াক খান (কপিলের শ্বশুর)। প্রোমোতে দেখা যাচ্ছে মাথায় চোট পেয়ে স্মৃতি হারিয়েছেন কপিল। বিছানায় শুয়ে আছেন। সবাইকে চিনতে পারলেও চিনতে পারছেন না বউ সুমনাকে। আর তখনই ফুলের তোড়া হাতে এন্ট্রি হয় সৃষ্টি রোড়ে (নাম গজল)-র। আর যাকে দেখেই কপিল বলে ওঠে ৩৬…৩৪… তোমার স্কুটারের নম্বর। এরপর আসেন অর্চনা পূরণ সিং। কলার টেনে বলে ওঠেন, স্কুটারের নম্বর মনে আছে, আর বউকেই মনে নেই! আরও পড়ুন: কঙ্গনার এমার্জেন্সিতে যোগ দিলেন মিলিন্দ সোমান, কোন চরিত্রে দেখা মিলবে তাঁর?
শো কাস্টের সঙ্গে সঙ্গে চ্যানেলের তরফ থেকে ঘোষণা করা হল তারিখও। অর্থাৎ কবে থেকে দর্শক দেখতে পাবেন। ১০ সেপ্টেম্বর থেকে শুক্র আর শনি রাত ৯.৩০-এ সোনিতে আসবে ‘দ্য কপিল শর্মা শো’। আরও পড়ুন: নিজের ছেলেকেই কোলে নেওয়ার অনুমতি ছিল না দিয়া মির্জার, আড়াই মাস ছিলেন দূরে দূরে
তবে প্রোমো দেখে অনেকেরই মন খারাপ। কারণ আশঙ্কাই সত্যি হল। কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক যদিও আভাস দিয়েই রেখেছিলেন! নতুন সিজনে থাকছেন না ক্রুষ্ণা অভিষেক। প্নার চরিত্রে এই স্ট্যান্ড আপ কমেডি শো-তে ক্রুষ্ণা খুবই জনপ্রিয়তা পেয়েছিল। বলা ভালো কপিলের শো-র অন্যতম আকর্ষণ ছিলেন তিনি। ক্রুষ্ণা যদিও জানিয়েছিলেন কনট্র্যাক্ট নিয়ে কিছু সমস্যা থাকায় তিনি শো থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে এক সূত্র মারফত খবর ‘যেটা বড় সমস্যা হচ্ছে তা হল পারিশ্রমিক। টাকার জন্যই কপিল শর্মা শো ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও আমাদের মনে আশা এই সমস্যা হয়তো জলদি মিটিয়ে নেওয়া সম্ভব হবে কিছু একটা করে আর ক্রুষ্ণাও ফিরে আসবেন এই শো-তে। সম্ভাবনা একটা আছে, যা আমরা এখই উড়িয়ে দিতে পারি না।’
রোগা হয়েছেন কপিল অনেকটা। তাঁর চেহারা দেখে তো সবাই চমকে গিয়েছে। নির্মেদ পেট, চোখা জ লাইনে তিনি এখন হ্যান্ডসাম হাঙ্ক। সম্প্রতি তো হেঁটেছেন এক ফ্যাশন শো-তেও। এখন দেখার কপ্পুর এই নতুন স্টারকাস্ট আর লুক কতটা কামাল দেখাতে পারে।
For all the latest entertainment News Click Here