এলন মাস্কের উদ্যোগে’বাল বীর’ দেব এবার চন্দ্রাভিজানে, সঙ্গী কারা?
চাঁদে যাবে মানুষ! হ্যাঁ, একটা স্বপ্ন বাস্তব হতে চলেছে। চাঁদে জমি কেনা, ইত্যাদিকে পিছনে ফেলে এখন সোজাসুজি চাঁদের সফর সাধারণ মানুষ। আর এই স্বপ্ন সফল করতে চলেছে স্পেসএক্স। এলন মাস্কের সংস্থা স্পেসএক্স সাধারণ মানুষকে চাঁদের সফরে পাঠাতে চলেছে। আর এই উদ্যোগে সামিল থাকছেন একজন ভারতীয়। ডি যোশী, বা দেব যোশী, যাঁকে সকলে ‘বাল বীর’ ধারাবাহিকের মুখ্য চরিত্র বাল বীর হিসেবে চিনি তিনি অংশ নিচ্ছেন এলন মাস্কের সংস্থার এই উদ্যোগে। ভারতীয় এই অভিনেতা সামিল হবেন স্পেসএক্সের চন্দ্রাভিযানে।
জানা গিয়েছে স্পেসএক্স এই চন্দ্রাভিজান যার পোশাকি নাম ‘ডিয়ারমুন’ সেটা আগামী বছর অর্থাৎ ২০২৩ সালেই বাস্তবায়িত হতে চলেছে।
যখন এলন মাস্ক এই প্রকল্পের কথা ঘোষণা করেন তখনই জাপানের এক কোটিপতি শিল্পপতি ইউসাকু মাইজাওয়া এই রকেটের আটটি আসনের টিকিট কিনে নেন। ইউসাকু চেয়েছিলেন যাতে তিনি তাঁর সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতজন শিল্পীকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন এই চন্দ্রাভিজানে। এবার তিনি সেই শিল্পীদের তালিকা প্রকাশ করলেন। একটি ভিডিয়োর মাধ্যমে তিনি সমস্ত মনোনীত শিল্পীদের নাম জানালেন।
ডিয়ারমুন অভিযানে যে সাতজন শিল্পী ইউসাকুর সঙ্গে যাবেন তাঁরা হলেন, আমেরিকান ডিজে এবং প্রযোজক স্টিভ আওকি, আমেরিকান ইউটিউবার টিম টড, চেক শিল্পী ইয়েমি এডি, আইরিশ ফটোগ্রাফার রিহানন অ্যাডাম, ব্রিটিশ ফটোগ্রাফার করিম ইলিয়াল, আমেরিকান ছবি নির্মাতা ব্রেন্ডন হল, ভারতীয় অভিনেতা দেব যোশী এবং দক্ষিণ কোরিয়ার পপ গায়ক টপ।
গত দেড় বছর ধরে এই জাপানি শিল্পপতি কাদের তাঁর সঙ্গে এই সফরে নেবেন সেটা বেছেছেন। অবশেষে পূর্ণ তালিকা প্রকাশ করলেন। তাঁর এই তালিকায় অভিনেতা থেকে ইউটিউবার, ছবি নির্মাতা, সকলেই আছেন। কিন্তু কীভাবে এঁদের বাছলেন তিনি? একাধিক ইন্টারভিউ, স্বাস্থ্য পরীক্ষা, সামনাসামনি সাক্ষাৎকারের পর চূড়ান্ত তালিকা তৈরি করেন এবং ভিডিয়োর মাধ্যমে তাঁদের নাম প্রকাশ করেন। এই ধনকুবের ভিডিয়োতে বলেন, ‘আশা করি পৃথিবীর মাটি ছেড়ে যাওয়ার পর প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করবেন। এরপর সকলে চাঁদ ঘুরে ফের পৃথিবীর মাটিতে ফিরে আসবেন।’
For all the latest entertainment News Click Here