‘এর থেকে টেলি শোয়ের VFX অনেক ভালো ছিল, আদিপুরুষ দেখা কষ্টকর’! বলছেন TV-র লক্ষ্মণ
আলোচনায় ‘আদিপুরুষ’। প্রথম থেকেই এই ছবির ভিএফএক্স, সংলাপ, পোশাকের জন্য সমালোচিত হয়ে আসছে। এবার ‘আদিপুরুষ’-এর ভিএফএক্স নিয়ে মুখ খুললেন ‘সংকটমোচন মহাবালি হনুমান’ এবং ‘বিঘ্নহর্তা গণেশ’-এর লক্ষ্মণ, অর্থাৎ অভিনেতা অরুণ মান্ডোলা। আদিপুরুষ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অরুণ।
আইএএনএস-এর প্রতিবেদন অনুসারে অরুণ মান্ডোলা ‘আদিপুরুষ’-এর তীব্র নিন্দা করেছেন। তাঁর কথায়, ‘আদিপুরুষের মধ্যে উল্লেখযোগ্য ভুল রয়েছে। যা দেখে যেকোনোও সাধারণ মানুষ সহজেই ১০০টি ভুল দেখিয়ে দিতে পারে। জনগণ রামায়ণ, ভগবান রাম, লক্ষ্মণ, মাতা সীতা এবং হনুমানের প্রতি শ্রদ্ধাশীল। আদিপুরুষে নির্মাতারা অসংখ্য ভুল করেছেন যা দেখলে খুব স্বাভাবিকভাবেই লোকজন বিরক্ত লাগে। এর থেকে আমার টিভি শোতে সংকট মোচন মহাবলি হনুমান এবং বিঘ্নহর্তা গণেশের সংলাপ, পোশাক এবং ভিএফএক্স দশগুণ বেশি ভালো। আদিপুরুষ দেখা খুবই কষ্টকর, কারণ আমাদের আবেগ শ্রী রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান জির সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে কেউ যদি আমাদের আরাধ্য দেবতাদের নিয়ে ভুল করে, আমরা চুপ থাকতে পারি না।’
আরও পড়ুন-
অরুণ মান্ডোলা ছবিটির সংলাপের সমালোচনা করে বলেন, ‘সিনেমার সংলাপগুলি আমাদের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত অনুপযুক্ত। তাঁদের সংস্কৃত শ্লোক শেখানোর পরিবর্তে, আমরা নিম্নমানের রুচির দিকে ঠেলে দিচ্ছি। আপনার বিশ্বাসের অভাব থাকলে এভাবে কোনও কিছু না বানানোই ভালো।’
প্রসঙ্গত, গত ১৬ জুন মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। শুরুর দিকে ছবি দেখতে হলে প্রচুর দর্শক গেলেও, তাঁরা ছবির সংলাপ শুনে চটে যান। ছবিতে ‘মরেগা বেটা (তুমি মরবে ছেলে)’, ‘বুয়া কা বাগিচা হ্যায় কেয়া’ (এটা কি তোমার খালার বাগান) এবং ‘জালেগি তেরে বাপ কি’ (তোমার বাবার রাজ্য জ্বলে যাবে)’,র মতো সংলাপ হজম করতে পারছে না দর্শক। পরে অবশ্য বিতর্কের মুখে সেই সংলাপগুলি পরিবর্তন করা হয়। সম্প্রতি, ‘রামায়ণ’ এবং ‘মহাভারত’-এর মতো জনপ্রিয় টেলি শোয়ের দর্শকরা ‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ছেন।
For all the latest entertainment News Click Here