এরপর হয়তো প্লেয়াররা দেশের জন্য খেলতে চাইবে না- কামিন্স
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বিশ্বাস করেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলোয়াড়রা নাকি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছেন। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটের একচেটিয়া ক্ষমতার অবসান ঘটছে। অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন যে ভবিষ্যতে খেলোয়াড়দেরকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বদলে জাতীয় দলে খেলানোর জন্য বোঝাতে হবে এবং সেই কাজট বেশ কঠিন ও চ্যালেঞ্জের হতে চলেছে। প্যাট কামিন্স বলেছেন যে আইপিএল এক দশক আগে ক্রিকেটের ল্যান্ডস্কেপটাই বদলে দিয়েছে। এই কারণেই বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট চুক্তি বাতিল করার জন্য ট্রেন্ট বোল্টের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন প্যাট কামিন্স।
আরও পড়ুন… WTC final-এর আগে সেরা একাদশ গড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া, চমক ভারতীয়দের বাছাইয়ে
৭ জুন থেকে ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে কামিন্স সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছিলেন, ‘কিছু দিন আগেও কয়েকটা সময়ের জন্য মনে হয়েছিল যে এটি হতে চলেছে এবং এখন সেটা চোখের সামনে ঘটছে। আগের মতো ক্রিকেটারদের সময়ে এখন আর আন্তর্জাতিক ক্রিকেটের একচেটিয়া আধিপত্য নেই। আইপিএল এক দশক আগে এটিকে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু এখন আরও বেশি সংখ্যক খেলোয়াড় এতে যোগ দিচ্ছেন এবং তাই আমি মনে করি আমাদের এটি সম্পর্কে সক্রিয় হতে হবে।’
আরও পড়ুন… গুজরাট এবারের সেরা দল-দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে সতীর্থদের সতর্ক করলেন MI-র গ্রিন
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স চান যে তার খেলোয়াড়রা জাতীয় দলকে অন্য যে কোনও কিছুর চেয়ে অগ্রাধিকার দেবে। তবে তিনি এটাও বলেছেন যে বড় অর্থের ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক লিগের সামনে বর্তমান যুগে এটি করা বেশ কঠিন ও চ্যালেঞ্জিং। প্যাট কামিন্স বলেছেন, ‘আমাদের অস্ট্রেলিয়ার হয়ে খেলাকে যতটা সম্ভব বিশেষ করে তুলতে হবে, তবে এটি একটি চ্যালেঞ্জ হতে চলেছে। এ বিষয়ে আমাদের গুরুত্ব সহকারে ভাবা উচিত।’
আরও পড়ুন… WTC ফাইনালের আগে কামিন্স-স্মিথদের মুখে শুধু কোহলির স্তুতি
প্যাট কামিন্স আরও বলেছেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিপাক্ষিক টেস্ট সিরিজকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তিনি বলেছেন যে তিনি ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম ডব্লিউটিসি ফাইনালে খেলার জন্য মুখিয়ে আছেন। প্যাট কামিন্স বলেছেন, ‘আমরা ভারতকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে গিয়েছিলাম, যা আমার মনে হয় অনেকেই ভুলে গেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে প্রতিটি সিরিজই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here