‘এরপর রূপঙ্করদার কিছু হলে কী করব আমরা’, ট্রোলারদের দিকে প্রশ্ন ছুড়লেন শ্রীলেখা
মঙ্গলবার কেকে-র মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল। বারবার অভিযোগের আঙুল উঠছে রূপঙ্কর বাগচির দিকে। রূপঙ্করকে ফোন আর ম্যাসেজে পর্যন্ত হুমকি দেওয়া শুরু হয়। আর তাতে গায়কের পরিবারকে পুলিশের দ্বারস্থ হতে হয়। একাধিক তারকা, আমজনতা, ইউটিউবাররা বাংলার এই গায়ককে নিয়ে ট্রোল করেছে, ভিডিয়ো বানিয়েছে। তবে এবার সেসব বন্ধ করার আর্জি জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সঙ্গে সোশ্যাল মিডিয়া ট্রোলারদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, এরপর রূপঙ্করদার কিছু হলে কী করবেন?
শ্রীলেখা মিত্র ফেসবুকে লেখেন, ‘এরপর ভগবান না করুন রূপঙ্করদার কিছু হয়ে গেলে নিজেদের ক্ষমা করতে পারব আমরা? সিস্টেমটা দায়ি, কোনও বিশেষ ব্যক্তি নয়। বের করুন খুঁজে কেন আমরা কেকে-কে হারালাম সেই ব্যাপবারে। বের করুন খুঁজে কেন কেকে অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়ে, রূপঙ্করদাকে সব কিছুর জন্য দায়ি না করে। আর হ্যাঁ আপনারা ভাবতেই পারেন তাই বলে দেই রূপঙ্করদা আমার একটুও কাছের নয়। কেউ আপনারা কোনওদিন কারও ব্যাপারে কিছু বেলননি তো? সবাই এত মহৎ? আমরা সবাই এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ওদের পরিবারের কথা একটু ভাবুন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা ট্রোলিং বন্ধ করুন। কারণ এটা কোনও মানুষের উপর মাকাত্মক প্রভাব ফেলে। একটু মানবিক হন সবাই।’ আরও পড়ুন: অভিমানের জায়গা থেকে এ সব বলেছেন! ‘আমি রূপঙ্করের পাশে আছি’, বললেন নচিকেতা
প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই ফেসবুকে একটা ভিডিয়ো শেয়ার করেছিলেন রূপঙ্কর। যেখানে প্রশ্ন তুলেছিলেন, বাংলার গায়কদের নিয়ে এত মাতামাতি হয় না কেন? সঙ্গে বলেছিলেন কেকে… কেকে… কে কে কে? আমারা অনেকেই এই কেকের থেকে ভালো গাই। এই ভিডিয়োর পর থেকেই বিতর্ক শুরু হয়। তবে তা বেড়ে যায় মঙ্গলবার রাতেই হার্ট অ্যাটাকে কেকে-র মৃত্যু ঘটলে।
For all the latest entertainment News Click Here