‘এরকম সমর্থন কোথাও দেখিনি’, ভারতের মাঠে মন্ত্রমুগ্ধ স্টেডিয়ামে অভিভূত এলিসা পেরি
শুভব্রত মুখার্জি: বর্তমানে মহিলা ক্রিকেটের অন্যতম বড় নাম অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিসা পেরি। মহিলা ক্রিকেটের বিশ্ব মঞ্চে প্রায় সবকটি শিরোপাই জেতা হয়ে গিয়েছে তাঁর। বর্তমানে তিনি রয়েছেন ভারত সফরে। ইতিমধ্যেই টি-২০ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া দল। আর এমন আবহেই তাঁর দাবি ভারত ক্রিকেটের ‘স্পিরিচুয়াল হোম’। তাঁর মতে মহিলা আইপিএল শুরু হলে তা মহিলা ক্রিকেটের জন্য হতে চলেছে পরবর্তী বড় পদক্ষেপ।
প্রসঙ্গত আগামী বছর মার্চ মাস থেকেই শুরু হওয়ার কথা রয়েছে মহিলা আইপিএল। বিসিসিআইয়ের তরফে মহিলা আইপিএলের ব্রডকাস্টিংয়ের বিষয়ে ইতিমধ্যেই মিডিয়া রাইটসের বিষয়ে টেন্ডার আহ্বান করা হয়েছে। ২০২৩-২৭ সাল পর্যন্ত মহিলা আইপিএলের রাইটসের বিষয়ে টেন্ডার আহ্বান করা হয়েছে। ৩২ বছর বয়সি পেরি জানিয়েছেন ‘মহিলা আইপিএল এক অনবদ্য প্রতিযোগিতা হতে চলেছে। এই বিষয়ে আমি খুব উত্তেজিত। মহিলা ক্রিকেটের পরবর্তী বড় পদক্ষেপ হতে চলেছে এটা (মহিলা আইপিএল)। আমরা আগেই দেখেছি মহিলা বিগ ব্যাশ লিগের কী প্রভাব পড়েছে আমাদের ক্রিকেটে। বিশেষ করে অস্ট্রেলিয়াতে। এর পরবর্তী স্টেপটা ছিল অবশ্যই ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’। এর পরের পদক্ষেপ অবশ্যই মহিলা আইপিএল। যা ক্রিকেটের ‘স্পিরিচুয়াল হোম’ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে।’
ভারতে ক্রিকেটের উন্মাদনা নিয়ে বলতে গিয়ে পেরি জানিয়েছেন ‘আমি এর আগে এমন সমর্থকদের সমর্থন দেখিনি। কোথাও দেখিনি সমর্থকরা এইভাবে তাদের মোবাইল বের করে, ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রিয় দলকে সমর্থন করছে। যেটা তারা করেছে ভারতের ইনিংস চলাকালীন। আমার কাছে এই বিষয়টা অসাধারণ।’ উল্লেখ্য অজিদের হয়ে ইতিমধ্যেই ১০টি টেস্ট, ১২৮টি ওয়ানডে এবং ১৩০টি টি-২০ ম্যাচে খেলে ফেলেছেন পেরি।
For all the latest Sports News Click Here