এমিলিও-র জোড়া গোল, অ্যাটলেটিকো মাদ্রিদের ছোটদের কাছে ০-৪ হারল ভারতের ছোটরা
২০২৩ সালের ১২ মে অর্থাৎ শুক্রবার ভারতীয় অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দল স্পেনে এক্সপোজার ট্রিপের শেষ অনুশীলন ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে খেলতে নেমে ছিল। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ অনূর্ধ্ব-১৮ দলের কাছে ০-৪ ব্যবধানে হেরেছে ভারতীয় অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দল। এই ম্যাচে হোম সাইড প্রথমার্ধে দুটি দ্রুত গোল (ওমর ৩৭তম, অ্যালেক্স ৪৫তম) করে এবং দ্বিতীয়ার্ধে এমিলিও (৫৪তম, ৫৭তম) আরও দুটি গোল করেন। এর ফলে ম্যাচটি ০-৪ ব্যবদানে শেষ হয়।
ম্যাচের প্রথমার্ধ একটি সমান নোটে শুরু হয়েছিল কারণ উভয় দলই মাঝমাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার চেষ্টা করেছিল। তবে এটি অ্যাটলেটিকোর দিন ছিল, যারা ধীরে ধীরে ম্যাচের রাশ ধরে নেয় এবং ম্যাচে নিজেদের শীর্ষস্থান অর্জন করেছিল। অ্যাটলেটিকোর ছেলেরা এই ম্যাচে কয়েকটি কর্নার অর্জন করেছিল, তবে ভারতীয় ডিফেন্ডাররা প্রতিপক্ষকে গোল করা থেকে দূরে রাখতে সতর্ক ছিলেন।
আরও পড়ুন… Boxing World Championship: সেমিতে লড়াই করেও দীপক, নিশান্তের হার! ভারত জিতল তিনটি ব্রোঞ্জ পদক
ব্লু কোল্টসের জন্য প্রথম সুযোগ আসে ম্যাচের ৩৫তম মিনিটে যখন কোরোর হেডার সহজেই সংগ্রহ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক কাস্টডিয়ান লুইসমি। এরপরই ফ্লাডগেট খুলে যায় যখন ওমর ও অ্যালেক্স যথাক্রমে ৩৭তম ও ৪৫তম মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বা দ্বিতীয় সেশনেও ম্যাচের রাশ নিজিদের হাতে রেখেছিল অ্যাটলেটিকো। ম্যাচের প্রথমার্ধে অ্যাটলেটিকোরা যেখানে খেলা শেষ করেছিলেন তারা সেখান থেকে তারা খেলার রাশ ধরেছিল। সেখান থেকেই তারা নিজেদের ব্যবধান বাড়াতে থাকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে এমিলিও জোড়া গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নিয়ে যায়।
আরও পড়ুন… টি২০-র ইতিহাসে নবম উইকেটে রশিদ-জোসেফকে টেক্কা দিয়েছে মাত্র একটি জুটি
প্রথমে ম্যাচের ৫৪ মিনিটে এবং পরে ম্যাচের ৫৭ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদ অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গোল করেন এমিলিও। ভারতের হয়ে ম্যাচের ৬০ মিনিটে গুইটের শক্তিশালী শট ক্রসবারে লেগে যায়। নয় তো ব্যবধান কমলেও কমতে পারত। জুনে থাইল্যান্ডে অনুষ্ঠিত আসন্ন AFC অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের জন্য তাদের পরবর্তী প্রস্তুতিমূলক ক্যাম্পের জন্য ব্লু কোল্টস পরবর্তীতে ১৬ মে জার্মানি সফরে যাবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here