এমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারাতে পারবে ভারত? কোথায় দেখবেন ম্যাচ?
গ্রুপ লিগের তিন ম্যাচ ও সেমিফাইনাল, চলতি এমার্জিং এশিয়া কাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে ভারত। অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে ওঠে যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয়-এ দল। খেতাবি লড়াইয়ে ভারতের সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যাদের গ্রুপের ম্যাচে ইতিমধ্যেই একবার হারিয়েছে ভারত।
আপাতত দেখে নেওয়া যাক এমার্জিং টিমস এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।
কবে অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ:-
২৩ জুলাই, রবিবার অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।
কোথায় অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি:-
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হবে এমার্জিং এশিয়া কাপের ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ।
কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টোর সময় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ১টা ৩০ মিনিটে।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
এমার্জিং টিমস এশিয়া কাপের ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হচ্ছে। ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচটি ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যাবে স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস-৩ চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
এমার্জিং এশিয়া কাপের ম্যাচগুলি ফ্যানকোড অ্যাপে দেখা যাচ্ছে। পাকিস্তান-সহ অন্যান্য দেশে খেলা দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলেও। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
আরও পড়ুন:- ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫০তম টেস্টে গাভাসকর যে রেকর্ড গড়েন, ১০০তম টেস্টে হুবহু সেই নজির গড়লেন কোহলি- চমকে দেওয়া মিল
কোন পথে ফাইনালে ওঠে ভারত:-
১. গ্রুপ লিগের প্রথম ম্যাচে আমিরশাহিকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
২. গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে পরাজিত করে।
৩. গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে বিধ্বস্ত করে।
৪. সেমিফাইনালে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে দেয়।
কোন পথে ফাইনালে ওঠে পাকিস্তান:-
১. গ্রুপ লিগের প্রথম ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারিয়ে দেয়।
২. গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে ১৮৪ রানে পরাজিত করে।
৩. গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায়।
৪. সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬০ রানে পরাজিত করে।
গ্রুপ লিগে ভারত-পাকিস্তান ম্যাচের গতিপ্রকৃতি:-
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ৪৮ ওভারে ২০৫ রানে অল-আউট হয়ে যায়। সব থেকে বেশি ৪৮ রান করেন কাসিম আক্রম। ৫টি উইকেট নেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৬.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলে ম্যাচ জিতে যায়। সাই সুদর্শন অপরাজিত ১০৪ রান করেন। ৫৩ রান করেন নিকিন জোস। ম্যাচের সেরা হন সুদর্শন।
আরও পড়ুন:- Emerging Asia cup 2023: নিকিন অবিশ্বাস্য ক্যাচ ধরলেও ক্রিজে দাঁড়িয়ে রানার সঙ্গে ঝামেলায় জড়ালেন সৌম্য সরকার- ভিডিয়ো
টুর্নামেন্টে ভারতের সেরা পাঁচ ব্যাটার:-
১. যশ ধুল- ৩টি ইনিংসে ১৯৫ রান।
২. সাই সুদর্শন- ৪টি ইনিংসে ১৯১ রান।
৩. অভিষেক শর্মা- ৪টি ইনিংসে ১৬০ রান।
৪. নিকিন জোস- ৩টি ইনিংসে ১১১ রান।
৫. ধ্রুব জুরেল- ২টি ইনিংসে ২২ রান।
টুর্নামেন্টে ভারতের সেরা পাঁচ বোলার:-
১. নিশান্ত সিন্ধু- ৪ ম্যাচে ১০টি উইকেট।
২. মানব সুতার- ৪ ম্যাচে ৯টি উইকেট।
৩. রাজবর্ধন হাঙ্গার্গেকর- ৩ ম্যাচে ৮টি উইকেট।
৪. হর্ষিত রানা- ৪ ম্যাচে ৬টি উইকেট।
৫. অভিষেক শর্মা- ৪ ম্যাচে ২টি উইকেট।
টুর্নামেন্টে পাকিস্তানের সেরা পাঁচ ব্যাটার:-
১. ওমর ইউসুফ- ৪টি ইনিংসে ১৪৮ রান।
২. মহম্মদ হ্যারিস- ৪টি ইনিংসে ১৩০ রান।
৩. সাহেবজাদা ফারহান- ৩টি ইনিংসে ১১০ রান।
৪. কামরান গুলাম- ৩টি ইনিংসে ১০৯ রান।
৫. সইম আয়ুব- ৪টি ইনিংসে ১০২ রান।
টুর্নামেন্টে পাকিস্তানের সেরা পাঁচ বোলার:-
১. কাসিম আক্রম- ৩ ম্যাচে ৬টি উইকেট।
২. আর্শাদ ইকবাল- ২ ম্যাচে ৫টি উইকেট।
৩. সুফিয়ান মুকিম- ২ ম্যাচে ৫টি উইকেট।
৪. শাহনওয়াজ দাহানি- ৩ ম্যাচে ৫টি উইকেট।
৫. মহম্মদ ওয়াসিম- ৩ ম্যাচে ৫টি উইকেট।
For all the latest Sports News Click Here