‘এমারজেন্সি’ নাকি মিউজিক্যাল ড্রামা! কঙ্গনার দাবি দেখে হতবাক নেটপাড়া
চলতি বছরেই মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি এমারজেন্সি। এবার সেই ছবির বিষয়ে নানা তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নিজেই। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে শনিবার এই ছবির সেট থেকে একটি ছবি পোস্ট করেন। তাঁর সঙ্গে সেই ছবিতে কোরিওগ্রাফার ক্রুতি এমকে দেখা যায়। কঙ্গনা এই ছবিটিকে ‘ মিউজিক্যাল ড্রামা ‘ বলে অ্যাখ্যা দেন। ছবিটিতে নাকি মোট ৫টি গান আছে। এই ছবির সব থেকে বড় গানটি ১০ মিনিটেরও বেশি সময়ের!
অভিনেত্রী তাঁর এই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘কোরিওগ্রাফার আজ সেটে এসেছিলেন, পরিচালক আর শান্ত থাকতে পারছে না। যাই হোক এই ছবিতে পাঁচটি গান আছে। এটা একটি মিউজিক্যাল ড্রামা। আমি বুঝছি না কেন লোকজন এমারজেন্সিতে গান পছন্দ করেন না। আমার গান ভালো লাগে। আমার এই ছবিতে বোধহয় সব থেকে বড় গানটি আছে। এটা ১০ মিনিটেরও বেশি সময়ের।’
অভিনেত্রীর এই পোস্ট শেয়ার করেন গীতিকার জিভি প্রকাশ কুমার। তিনি তাঁর শেয়ার করা এই পোস্টে লেখেন, ‘অনেক ধন্যবাদ কঙ্গনা রানাওয়াতজি। এই দুর্দান্ত ছবিটির মুক্তির অপেক্ষায় আছি।’
সম্প্রতি এই ছবির অসমের শ্যুটিং শেষ করলেন কঙ্গনা। গত নভেম্বরে তিনি এই ছবির বিষয় একাধিক ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘অসমের শ্যুটিং শেষ হল এমারজেন্সি ছবির।’ এটাই প্রথম ছবি যেখানে কঙ্গনা একাই আছেন পরিচালক হিসেবে। ছবিতে উঠে আসবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা। তাঁর জীবনের নানা সময়ের, নানা ঘটনা দেখা যাবে এখানে। মূলত ১৯৭৫ সালে যে এমারজেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল দেশে সেটাকে তুলে ধরা হবে। মুখ্য ভূমিকায় থাকবেন কঙ্গনা রানাওয়াত।
২০২২ সালের জুন মাসে এই ছবির শ্যুটিং শুরু হয়। ছবিটির চিত্রনাট্য লেখা থেকে পরিচালনা করা সবটাই করেছেন কঙ্গনা নিজে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অনুপম খেরকে যিনি জেপি নারায়ণের চরিত্রে অভিনয় করবেন এই ছবিতে। এছাড়া থাকবেন শ্রেয়াস তালপাড়ে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে, মিলিন্দ সোমান স্যাম মানেকসাউয়ের চরিত্রে।
আগামীতে এমারজেন্সি ছাড়াও কঙ্গনাকে ‘চন্দ্রমুখী ২’ ছবিতে দেখা যেতে চলেছে যা রজনীকান্তের ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবির সিক্যুয়েল। এছাড়া ‘তেজস’ ছবিতেও তাঁকে দেখা যাবেন ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলটের চরিত্রে। ‘নটি বিনোদিনী’র চরিত্রেও তাঁকে দেখা যাবে আগামী দিনে।
For all the latest entertainment News Click Here