এমবাপে:৪ ও বেঞ্জেমা:২! কাজাখস্তানকে ৮-০ উড়িয়ে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স, যোগ্যতা অর্জন করল বেলজিয়াম
জার্মানি, ইংল্যান্ডের পর এবার ফ্রান্স। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসালো এমবাপে, বেঞ্জেমারা। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে কাজাখস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নস ফ্রান্স। ইতিহাস-ঐতিহ্য আর শক্তিমত্তা-সব দিক থেকেই কাজাখস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে ফ্রান্স। এর প্রতিফলন দেখা গেল মাঠেও। চমৎকার হ্যাটট্রিকসহ একাই চার গোল করলেন কিলিয়ান এমবাপে। দুবার জালের দেখা পেলেন করিম বেঞ্জেমা। বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স।
প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফ্রান্সের হয়ে প্রথম তিন গোলই করেন এমবাপের। ৬ মিনিটে গোলের খাতা খোলেন তিনি। এরপর ১২ এবং ৩২ মিনিটে আরও দুটি গোলে ফ্রান্সের জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন এই তারকা ফুটবলার। ম্যাচে এমবাপের শেষ গোলটি, ফ্রান্সেরও শেষ গোল। আসে ৮৭ মিনিটে। এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘ডি’-এর শীর্ষস্থান আরও মজবুত করল ফ্রান্স। ৭ ম্যাচে শেষে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। দুইয়ে থাকা ফিনল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৪।
অন্যম্যাচে ঘরের মাঠে ‘ই’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে বেলজিয়াম। এক ম্যাচ হাতে রেখেই লক্ষ্য পূরণ করল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি। শক্তিতে অনেক পিছিয়ে থাকা এস্তোনিয়ার বিপক্ষে পুরোটা সময় চাপ ধরে রেখে অসংখ্য সুযোগ তৈরি করল বেলজিয়াম। সেই তুলনায় অত বেশি গোল অবশ্য পেল না তারা। তবে প্রত্যাশিত জয় তুলে নিয়ে কাতার বিশ্বকাপে জায়গা পাকা করে নিল বেলজিয়াম।
For all the latest Sports News Click Here