‘এমন হার ভারতীয় দলের জন্য একটা বড় ধাক্কা;’ কেন এমন বললেন অজিত আগরকর?
সিরিজের পুনঃনির্ধারিত শেষ টেস্ট ম্যাচে সর্বোচ্চ স্কোর তাড়া করে ভারতকে সাত উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড সফলভাবে পঞ্চম টেস্ট জিতে সিরিজ ২-২ ড্র করেছে। এজবাস্টনে এক সময় ইংল্যান্ড পিছিয়ে ছিল। ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় দল একটা সময়ে ১৩২ রানের লিড নিয়েছিল। যা ইংল্যান্ডের পরাজয়ের সম্ভাবনাকে কিছুটা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু জনি বেয়ারস্টো এবং জো রুটের সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ড কোনও ঝুঁকি ছাড়াই ভারতের দেওয়া ৩৭৮ রানের লক্ষ্য অর্জন করে।
আরও পড়ুন… বারবার তৃতীয় ইনিংসে ফেল ব্যাটাররা, রিভিউ করা হবে, সতর্কবার্তা দ্রাবিড়ের
জনি বেয়ারস্টো এবং জো রুটের মতো খেলোয়াড়রা এমন ফর্মে থাকলে খুব বেশি কিছু করা যায় না। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগরকর বিশ্বাস করেন যে, ভারতীয় দলের পক্ষে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা আরও কঠিন করা উচিত ছিল। আগরকর বলেছেন, এমন হার ভারতীয় দলের জন্য একটি ধাক্কা হতে চলেছে।
আরও পড়ুন… বারবার তৃতীয় ইনিংসে ফেল ব্যাটাররা, রিভিউ করা হবে, সতর্কবার্তা দ্রাবিড়ের
SonyLIV-তে ম্যাচের পরবর্তী শোতে, অজিত আগরকার বলেন, ‘এটা লজ্জার কিছু নয় যখন প্রতিপক্ষের দুইজন খেলোয়াড় তাদের আত্মবিশ্বাসে খেলছে এবং তারা ভালো খেলোয়াড়। কিন্তু যেভাবে টিম ইন্ডিয়া এই ম্যাচটা হেরেছে সেটা চিন্তার। ওদের (ইংল্যান্ড) বিরুদ্ধে আরও কঠিন লড়াই দেওয়া উচিত ছিল। তারা (ইংল্যান্ড) যত সহজে এই কাজটা করে ফেলেছে তাতে ভারতীয় দলের জন্য এটা বড় ধাক্কা হতে পারে।’
For all the latest Sports News Click Here