এমন কী হল, যে মেন্টরের দরকার হল! ধোনিকে দলের সঙ্গে যুক্ত করায় অবাক জাদেজা
শুভব্রত মুখার্জি: এক সপ্তাহও হয়নি আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় জাতীয় ক্রিকেট দলের মেন্টর ঘোষণা করা হয়েছে ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তার এই নিয়োগ ঘোষণা হওয়ার পরপরেই নানা বিতর্ক দানা বেঁধেছে। তার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে বোর্ডের কাছে। কপিল দেবেরও বক্তব্য একজন ক্রিকেটারের অবসরের ৩-৪ বছর বাদেই তার জাতীয় দলের সেট আপে ফেরা উচিত। আর অনেকটা কপিল দেবের সুরে সুর মিলিয়েছেন স্বয়ং অজয় জাদেজা। তার বক্তব্য ধোনির এই নিয়োগ তার পক্ষে একেবারেই বোধগম্য হচ্ছে না।
বলা ভালো আসন্ন বিশ্বকাপের জন্য ধোনির নিয়োগকে প্রশ্নের মুখেই ফেলেছেন অজয় জাদেজা। ধোনির নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। বিসিসিআইয়ের সচিব জয় শাহ কতৃক ১৫ সদস্যের দল ঘোষণার পাশাপাশি ধোনির নাম মেন্টর হিসেবে ঘোষণা করেন।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারদের একটি শোতে এই বিষয়ে বলতে গিয়ে অজয় জাদেজা বলেন ‘আমার পক্ষে এই নিয়োগ বোঝাটা একেবারেই অসম্ভব। আমি দুদিন ধরে বিষয়টি নিয়ে ভাবছি। এর পিছনে কী কারণ থাকতে পারে তা আমার বোধগম্য হয়নি। আমি ধোনির সম্বন্ধে কিছু বলছি না আলাদা করে। ওর খেলার অভিজ্ঞতা, খেলাটা বোঝা সম্বন্ধেও কিছু বলছি না। আমি সেইসব দিকে যাচ্ছি না। এই ব্যাপারটা অনেকটা রাহানের আগে রবীন্দ্র জাদেজাকে ব্যাট করতে পাঠানোর মতন। যে সিদ্ধান্ত নিয়েছে সে এই বিষয়ে বলতে পারবে।’
জাদেজা এই বিষয়েও জোর দিয়ে বলেছিলেন যে বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর অধীনে ভারত ভালো করেছিল এবং তাই আসন্ন বিশ্বকাপের জন্য একজন পরামর্শদাতার প্রয়োজন ছিল না। জাদেজা জানান, ‘আমি যেভারতীয় ক্রিকেট দলকে দেখছি সেটা অন্যভাবেকাজ করছিল। ধোনি এটাকেএকভাবে চালাতেন, তিনি স্পিনারদের খেলতেন, তিনি কখনও চারজন ফাস্ট বোলার খেলতেননা। ইংল্যান্ডে ভারতীয়ক্রিকেটের জন্য যা ঘটেছিলতা করেছিল চারজন পেসারের কাজ। একজন ব্যক্তিএকভাবে চিন্তা করে, অন্যজনঅন্যভাবে চিন্তা করে, সম্ভবতএটি দুটিকে একত্রিত করারএকটি প্রচেষ্টা।’
জাদেজা আরও জানেন, ‘যখন একজন দলটি তৈরি করেছিলেন এবং সেটিকে সঠিক পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং সেই খেলোয়াড়রা সেই দলটিকে একটি ভিন্ন স্তরে নিয়ে গিয়েছিলেন। দলেতে একজন কোচ আছেন যিনি দলকে বিশ্বেরএক নম্বর জায়গায় নিয়ে গেছেন, রাতারাতি কী ঘটেছিল যে একজন পরামর্শদাতার প্রয়োজন ছিল? এই চিন্তা আমাকে একটু অবাক করছে।’
For all the latest Sports News Click Here