এমন কিছু বলিনি- নাগা চৈতন্যর নয়া সম্পর্ক নিয়ে খোঁচা, পরে অস্বীকার সামান্থার
তেলুগু অভিনেতা তথা সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য নাকি আবার প্রেমে পড়েছেন! তিনি নাকি চুপিসারে প্রেম করছেন অভিনেত্রী সবিতার সঙ্গে। অর্থাৎ সবিতা ধুলিপালার সঙ্গে। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁদের আজকাল একসঙ্গে হামেশাই দেখা যাচ্ছে।
সামান্থা রুথ প্রভুকে যখন প্রাক্তনের বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তখন অভিনেত্রী দ্য সিয়াসাত ডেইলিকে সাফ সাফ বলেন, ‘কে কার সঙ্গে কোন সম্পর্কে আছে তাতে আমার কিছু যায় আসে না। যাঁরা ভালোবাসার অর্থ জানে না তাঁদের ঠিক কাঁদতে হবে সে তাঁরা যতজনের সঙ্গেই সম্পর্কে জড়ান না কেন। আমি চাই এই মেয়েটা যেন অন্তত সুখী হন। ও যদি বদলে যায় মেয়েটার যথাযথ দেখভাল করে তাহলে সেটা সবার জন্যই মঙ্গল।’
যদিও পরে অভিনেত্রী সম্পূর্ণ অস্বীকার করে যান যে তিনি নাগা চৈতন্যর বর্তমান সম্পর্ক নিয়ে এমন কিছু বলেছেন। তাঁর কথা অনুযায়ী, ‘আমি এমন কিছু বলিনি।’
২০১৭ সালের অক্টোবর মাসে নাগা চৈতন্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেন সামান্থা। ইয়ে মায়া চিসাভে ছবিতে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ২০১০ থেকে সম্পর্কে থাকার পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ৪ বছর বিবাহিত সম্পর্ক কাটানোর পর ২০২১ সালে সেপারেশনের কথা ঘোষণা করেন তাঁরা।
আগামীতে সামান্থাকে শকুন্তলাম ছবিতে দেখা যেতে চলেছে। গুণশেখর এই ছবির পরিচালনা করেছেন। দেব মোহনকে এই দেখা যাবে সামান্থার বিপরীতে। শুধু তাই নয় বরুণ ধাওয়ানের সঙ্গে সিটাডেলের ভারতীয় ভার্সনেও তাঁকে দেখা যাবে বলে জানা গিয়েছে। এটির পরিচালনা করছেন রাজ এবং ডিকে। এটা সামান্থার দ্বিতীয় হিন্দি সিরিজ হতে চলেছে। তাঁকে প্রথমবার ফ্যামিলি ম্যান ২তে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here