এবি ডিভিলিয়র্সের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে RCB সমর্থকদের রোষের মুখে গম্ভীর
ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর সম্প্রতি এবি ডিভিলিয়র্সের সম্পর্কে এক মন্তব্য করেন। যার ফলে বিতর্ক দেখা দিয়েছে। এবি ডিভিলিয়র্সকে আইপিএলের সেরা ব্যাটার হিসেবে মানতে নারাজ তিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দীর্ঘ ১৩ বছর ধরে অসাধারণ সময় কাটিয়েছেন। কিন্তু সেই আইপিএল খেতাব তুলতে পারেনি আরসিবি। আর কিছুদিন পরই শুরু হতে চলেছে এই বছরের আইপিএল। তার আগে এবি ডিভিলিয়র্সের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীর।
দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক ব্যাটার ডিভিলিয়র্স এত বছরের আইপিএলের মাত্র দুটি দলে খেলেছেন। শুরু করেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। তারপরেই চলে আসেন আরসিবিতে। সেই থেকেই দীর্ঘ ১৩ বছর ধরে আছেন বিরাট কোহলির দলে। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ডিভিলিয়র্সকে আইপিএলের সেরা ব্যাটার হিসেবে মানতে নারাজ। দুইবার আইপিএল খেতাব জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করেন, ডিভিলিয়র্স নিজের রেকর্ড দুবার ভেঙেছেন সেই সময় তিনি ব্যাঙ্গালোরের হয়ে খেলতেন না।
গৌতম গম্ভীর বলেন, ‘যদি এবি ডিভিলিয়র্সের মতো অন্য কোনও ক্রিকেটার চিন্নাস্বামীর মতো ছোট স্টেডিয়ামে ৮ থেকে ১০ বছর খেলতো তাহলে তারাও তাঁর মতো স্ট্রাইক রেট বা খেলার ক্ষমতা রাখত। সুরেশ রায়নার চারটি আইপিএল ট্রফি রয়েছে। অন্যদিকে ডিভিলিয়র্স শুধু ব্যক্তিগত রেকর্ডই তৈরি করে গিয়েছে।’
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়কের এমন মন্তব্যের ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্সের ভক্তরা কোনও ভাবেই ছেড়ে দিতে রাজি নন। বিরাট কোহলির আইপিএল দলের এক ভক্ত টুইট করে বলেন, ‘চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১টি ইনিংসে মাত্র দুটি অর্ধশতক করেছেন গম্ভীর। সর্বোচ্চ রান ৬৪। স্ট্রাইক রেট ১২৬.৪। অ্যাভারেজ ৩০.২। তিনি খেলার সময় বাউন্ডারি ছোটই ছিল। এর থেকে স্পষ্ট এই পিচে ব্যাট করা অনেকটাই কঠিন।’
আরও এক ভক্ত টুইট করে জানান, ‘আমি গৌতমকে ক্রিকেটার হিসেবে শ্রদ্ধা করি। মাঠে তাঁর পারফরম্যান্স অনেক ভালো। কিন্তু এইরকম সংবেদনশীল মন্তব্যের ফলে মাঝে মাঝে মুখ থুবড়ে পড়েন উনি।’
গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সকে দুইবার চ্যাম্পিয়ন করেছেন। আইপিএলে ১৫৪টি ম্যাচে করেছেন ৪২১৮ রান। অন্যদিকে এবি ডিভিলিয়র্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন ১৫৭টি ম্যাচ। করেছেন ৪৫২২ রান। আরসিবির হয়ে দুটি সেঞ্চুরি ও ৩৭টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে।
For all the latest Sports News Click Here