এবার শেষ হচ্ছে উর্মি-সাত্যকির পথচলা? হইচই সোশ্যালে,সত্যিটা জানালেন পরিচালক
টেলিপাড়ায় যেন সিরিয়াল শেষ হওয়ার ধুম লেগেছে। ‘খড়কুটো’, ‘মন ফাগুন’, ‘উমা’-র পর এবার কি ‘এই পথ যদি না শেষ হয়’-এর পথচলাও শেষ? দু-দিন আগেই সামনে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। যা দেখে রাতের ঘুম উড়েছিল ভক্তদের। টুকাইবাবুর প্রাণসংশয় দেখে তো ভক্তদের ওষ্ঠাগত প্রাণ। এই সবের মাঝেই বুধবার রাতে দুম করে সবার চোখে পড়ে এক ফেসবুক স্টেটাস। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের বর্তমান পরিচালক অয়ন সেনগুপ্ত লেখেন, ‘শেষ হল পথ চলা’।
যা দেখে রীতিমতো মূর্ছা যাওয়ার জোগাড় টুকাইবাবু আর উর্মির ভক্তদের। একজন লেখেন, ‘নির্মাতারা আমাদের মানসিক রোগী বানিয়েই ছাড়বে’। আসল সত্যিটা কী? জানতে পরিচালক অয়ন সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। তিনি সকলে আশ্বস্ত করে বলেন, ‘না, না এই পথ যদি না শেষ হয় মোটেই শেষ হচ্ছে না। ফ্যানেরা নিশ্চিন্তে থাকতে পারে। আসলে আমি এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ালাম, সেই জন্যই ওই স্টেটাস’।
প্রথম থেকে এই সিরিয়ালের নির্দেশক ছিলেন কৃষ বসু। গত মে মাসে এই সিরিয়াল পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন অয়ন সেনগুপ্ত। নিজের দায়িত্ব সুচারুভাবেই গত কয়েকমাস পালন কেরছেন তিনি, কৃষের অভাব বুঝতে দেননি। কিন্তু কেন তিনি ছেড়ে দিলেন এই সিরিয়াল?
‘সবকিছু তো একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে চলে। কিছু সমস্যা হয়েছিল, সেইজন্যই আমি সঙ্গে থাকতে পারলাম না। দেখুন নিজেরও তো একটা গুডউইলের ব্যাপার রয়েছে। আমি যেভাবে কাজটা করতে চাইছিলাম সে জায়গা থেকে সমস্যা হচ্ছিল’।
তবে কী ক্রিয়েটিভ ডিফারেন্স? পরিচালকের জবাব, ‘আমি কারুর মনে আঘাত দিতে চাই না। এটা নিয়ে যাই বলা হবে তাতে হতে পারে প্রযোজক মর্মাহত হবেন কিংবা চ্যানেল খারাপ ভাববে। আমাদের সবাইকে তো এই পেশাতেই থাকতে হবে। হয়ত আমিই নিজের কাজ দিয়ে প্রযোজক এবং চ্যানেলকে সন্তুষ্ট করতে পারছিলাম না’।
গত কয়েকমাসে বারবার কলা-কুশীল বদল হয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’-এর। কেন এত ঘনঘন পরিবর্তন? পরিচালকের কথায়, ‘প্রত্য়েকের ব্যক্তিগত কারণ থাকে। কৃষ একান্ত ব্যক্তিগত কারণে এই সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছিল। আমার ক্ষেত্রেও তাই’।
আপতত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে ক’দিনের বিরতি নিয়ে নিজেকে সময় দিতে চান অয়ন সেনগুপ্ত। দিন কয়েক জিইয়ে নিয়ে আবারও ফিরবেন স্টুডিও পাড়ায়। জানালেন, ‘হয়ত ক্রেজি আইডিয়াজ (এই পথ যদি না শেষ হয়-এর প্রযোজনা সংস্থা)-এর নতুন কোনও সিরিয়ালেও ফিরতে পারি। দেখা যাক’। এখন প্রশ্ন হল, অয়ন সেনগুপ্তর পর পরিচালনার দায়িত্ব কে কাঁধে তুলে নেবেন? আপতত নতুন ক্যাপ্টেনের অপেক্ষায় উর্মি-সাত্যকি-রিনিরা।
For all the latest entertainment News Click Here