‘এবার শান্তি হয়েছে?’,গুরুতর আহত পন্ত, ইঙ্গিতপূর্ণ পোস্ট করে কটাক্ষের মুখে উর্বশী
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। বরাতজোরে প্রাণে বেঁচেছেন ঋষভ। শুক্রবার ভোরে দিল্লি থেকে বাড়ি ফেরবার পথে হরিদ্বারের মাংলাউরের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারে পন্তের বিএমডব্লিউ গাড়ি। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠে ঋষভের গাড়ি। কোনওক্রমে প্রাণে বেঁচে যান তারকা ক্রিকেটার। এই ঘটনায় উদ্বিগ্ন ঋষভ ভক্তরা। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট উর্বশী রাউতেলার।
গত কয়েক মাস ধরেই চর্চায় উর্বশী-ঋষভের সম্পর্ক। নায়িকার জীবনের মিস্ট্রিম্যান ‘আরপি’ কে? সেই রহস্য আজও জানা নেই। ২০১৮-১৯ সাল নাগাদ উর্বশী-ঋষভের প্রেমের চর্চা মাথাচাড়া দিয়েছিল, তারপর অনেক জল বয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন উর্বশী, তাও আবার ‘ভালোবাসার টানে’। সেই নিয়ে কম প্রশ্ন উঠেনি।
শুক্রবার ঋষভের অ্যাক্সিডেন্টের পর সবার মনে প্রশ্ন উর্বশী কোথায়? তিনি কি ছুটে গেলেন ঋষভের খোঁজ নিতে? নাকি খবর নিলেন? উত্তর অবশেষে মিলল। বেলা গড়াতেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট নায়িকার। সাদা পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে উর্বশী লেখেন- ‘প্রার্থনা করছি।’ সঙ্গে আবার সাদা পায়রা এবং সাদা হৃদয়ের ইমোজি জুড়ে দেন। সাদা শান্তির প্রতীক এ কথা তো সকলের জানা। এই পোস্টের মাধ্যমেই কি ঋষভের সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় উর্বশী? অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে।
এই পোস্টের পরই ঋষভ ভক্তদের তোপের মুখে উর্বশী। নায়িকার উপর ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। একজন লেখেন, ‘এবার শান্তি হয়েছে তোমার?’ অপর একজন লেখেন- ‘এখনও নিজের পাবলিসিটি করতে ব্যস্ত’। অপর এক নেটিজেন লেখেন, ‘এর পরেও বলবে RP ঋষভ পন্ত নয়! সত্য়ি কি হিপোক্রিট মাইরি’। অনেকেই আবার অভিনেত্রীর প্রশংসা করে লেখেন, ‘এতকিছুর পরেও এই পোস্ট বলে দিচ্ছে তুমি সত্যিই আরপিকে ভালোবাসো’।
প্রসঙ্গত, মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ তোলেন উর্বশী। সেখানে ‘সনম রে’ নায়িকা বলেন, নয়া দিল্লিতে তাঁর এক ‘চাহনেওয়ালা’ হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন। পুরো নামটি প্রকাশ্যে না আনলেও ঘটনাটি বর্ণনা করতে গিয়ে সেই ব্যক্তিকে ‘আরপি’ বলে সম্বোধন করেন উর্বশী রাউতেলা। ঋষভকে ইঙ্গিত করেই এই কথা বলেছেন নায়িকা, তেমনটাই ধারণা হয় সবার। এরপর একে-অপরের নাম না নিয়েই দুই তারকা সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন ইঙ্গিতপূর্ণ বার্তা। তবে প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত একটা শব্দও খরচ করেননি দুজনে।
আপতত দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ঋভষ পন্ত। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উদ্বিগ্ন ঋষভের শারীরিক পরিস্থিতি নিয়ে, ক্রিকেটারের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার, তাও ঘোষণা করেছেন তিনি। প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঋষভকে নয়া দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।
For all the latest entertainment News Click Here