এবার লাল চড্ডি পরে সামনে এলেন হিরো রণবীর! কবে মুক্তি পাবে ‘জয়েশভাই জোরদার’?
‘৮৩’র ব্যর্থতা ভুলে এবার নতুন ছবির প্রচারে নেমে পড়লেন রণবীর সিং। কবে মুক্তি পাবে অভিনেতার আসন্ন ছবি ‘জয়েশভাই জোরদার’? তা অভিনব কায়দায় ঘোষণা করলেন তারকা। এদিন এক প্রোমোশ্যানাল ভিডিয়োর মাধ্যমে বলিউড ছবিতে কত ধরণের হিরো দেখা যায় তা ব্যাখা করলেন রণবীর সিং। সেখানে পুলিশওয়ালা হিরো, গুন্ডেওয়ালা হিরো. মহাকাশের হিরো থেকে লাল চড্ডিতে থাকা হিরো (সুপারম্যান) সবার ঝলক তুলে ধরলেন রণবীর। পাশাপাশি জানালেন এই সব হিরোর চেয়ে একদম হটকে জয়েশভাই।
এদিন রণবীর জানিয়ে দেন আগামী ১৩ই মে মুক্তি পাবে জয়েশভাই জোরদার। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘নাম জয়েশভাই, আর কাজ ভীষণ জোরদার!!’
এই ভিডিয়োতে রণবীরের দেখা মিলল একাধিক হিরোর বেশে। কখনও বন্দুক হাতে গানওয়ালা হিরো, কখন অনেক টাকার মালিক সে… যাকে বলে ‘ধনওয়ালা হিরো’। কখনও আবার নাচতে এক্সপার্ট ‘নাচতা হিরো’। সুপারম্যান, ব্যাটম্যানের মতো সুপারহিরোদের প্রসঙ্গও টেনে আনেন ‘জয়েশভাই’ রণবীর।
এই ছবিতে গুজরাতির ভূমিকায় অভিনয় করছেন রণবীর। ২০২০ সালে এই ছবির শ্যুটিং সেরেছিলেন রণবীর। যশ রাজ ফিল্মসের বান্যারে এই ছবি প্রযোজনা করেছেন মণীশ শর্মা। রণবীরের কথায়, জয়েশভাই একজন সাধারণ মানুষ, যাকে দেখে হিরো মনে হবে না। কিন্তু সেই অর্ডিনারি মানুষটা জীবনে যে এক্সট্রাঅর্ডিনারি কাজটা করে দেখাবে সেটাই তাকে হিরোতে পরিণত করবে।
জয়েশভাই জোরদার প্রসঙ্গে রণবীর হিন্দুস্তান টাইমসকে এর আগে জানিয়েছেন, ‘চার্লি চ্যাপলিন বলেছিলেন, সত্যিকারের হাসতে হলে তোমাকে নিজের দুঃখকেও আপন করে নিতে হবে এবং সেটাকে নিয়ে খেলতে শিখতে হবে । জয়েশভাইতে ধরা পড়বে প্রতিকূল পরিস্থিতিতে এক সাধারণ মানুষের অসাধারণ কর্মযজ্ঞের গল্প, সে হিরো নয় । সে সংবেদনশীল, সহানুভূতিশীল, এবং নারী-পুরুষের সমানাধিকারে বিশ্বাসী’।
এই ছবির সঙ্গে বলিউডে পা রাখছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত শালিনী পাণ্ডে। এছাড়াও বোমান ইরানি, রত্না পাঠক শাহ-র মতো অভিজ্ঞরাও থাকছেন ‘জয়েশভাই জোরদার’-এ।
For all the latest entertainment News Click Here