এবার রুবিনা Vs জোয়া? YRF স্পাই ইউনিভার্স নিয়ে কোন ইঙ্গিত দিলেন পাঠানের লেখক?
এক মাসের বেশি হয়ে গেল যে পাঠান মুক্তি পেয়েছে কিন্তু তবুও, এখনও এই ছবি নিয়ে উন্মাদনা থামার শেষ নেই। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে বক্স অফিসে ১০২০ কোটি টাকা কামিয়ে ফেলেছে। আর সেটার সঙ্গে দর্শকদের মধ্যে যশ রাজ স্পাই ইউনিভার্স নিয়ে তৈরি হয়েছে উন্মাদনা। চলছে নানা চর্চাও। এই বছরই মুক্তি পাচ্ছে এই ইউনিভার্সের পরের ছবি টাইগার ৩। সেটা নিয়ে ইতিমধ্যেই উন্মাদনার পারদ করতে শুরু করে দিয়েছে। আর তার মধ্যেই খোঁজ মিলল নতুন খবরের।
পাঠান ছবিতে আলাদা করে রূপ, অভিনয় এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের কারণে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন ওরফে রুবাই কিংবা রুবিনা। অন্যদিকে একই ভাবে টাইগারে জোয়ার চরিত্রটাও সমান ভাবে গুরুত্বপূর্ণ। খলনায়কদের একাই পিটিয়ে চোখে সর্ষেফুল দেখিয়েছেন এই দুই সুন্দরী বলি অভিনেত্রী। শুধুই কি তাই এই ছবির খাতিরে দীপিকাকে রীতিমত যুযুৎসু শিখতে হয়েছে।
নিউজ ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এবার ওয়ার, পাঠান, ইত্যাদি ছবির চিত্রনাট্য লেখক শ্রীধর রাঘবন একদম নতুন কথা শোনালেন। তিনি আভাস দিলেন যে আগামীতে আদিত্য চোপড়ার এই স্পাই ইউনিভার্সে দীপিকা এবং ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যেতে পারে। বলিউডে যেহেতু কোনও মহিলা কেন্দ্রিক স্পাই ছবি নেই, সেহেতু সেই শূন্যস্থানকে ভরাট করতেই এই নতুন ছবি আনবেন প্রযোজক। তিনি বলেন, ‘এখানে এই ধরনের গল্প দেখা যায় না। আশা করছি সেটা শীঘ্রই পূরণ হয়ে চলেছে। ফলে হ্যাঁ, মহিলা কেন্দ্রিক স্পাই ছবি বানানোর প্ল্যান তো আছেই।’
তিনি জানালেন এই স্পাই ইউনিভার্সে যে কেবল পুরুষ চরিত্রদের ক্রসওভার দেখা যাবে এমনটা নয়, একই সঙ্গে মহিলা চরিত্রদের ক্রসওভারও দেখার সুযোগ মিলবে। শ্রীধর বলেন, ‘এখানে কোনও সীমা নেই। আমরা কেবল হৃতিক, শাহরুখ বা সলমনকে নিয়ে প্ল্যান করছি না। এই ইউনিভার্সে আরও দুটো জরুরি চরিত্র আছে, রুবিনা এবং জোয়া।’
For all the latest entertainment News Click Here