এবার বিতর্কে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’, পরিচালককে আইনি নোটিশ পুলিশের
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে এখনও বিতর্ক চলছে। এর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়েও বিতর্ক কম হয়নি। সে সবের আঁচ কমতে না কমতেই শুরু হল নতুন বিতর্ক। এর কেন্দ্রে নতুন সিনেমা ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’। হালে এই ছবির ট্রেলর প্রকাশ হয়েছে। আর সেটিই উসকে দিয়েছে বিতর্ক। তার সূত্রেই ছবির পরিচালককে নোটিশ পাঠানো হল রাজ্যের পুলিশের তরফে।
হালে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ নামের ছবিটির ট্রেলর প্রকাশ্যে এসেছে। এই ছবিটির পরিচালক এবং কাহিনিকার সনোজ মিশ্র। তাঁকেই এই ছবির জন্য নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই নোটিশটি পাঠানো হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার তরফে। ভারতীয় দণ্ডবিধির ১২০বি/ ১৫৩এ/ ৫০১/ ৫০৪/ ৫০৫/ ২৯৫এ ধারা-সহ আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে এই ছবির নির্মাতার বিরুদ্ধে।
(আরও পড়ুন: নিষেধাজ্ঞায় সুপ্রিম স্থগিতাদেশ, তবু আগামী ৩ হপ্তা বাংলায় নেই ‘দ্য কেরালা স্টোরি’)
ছবির পরিচালক সনোজ মিশ্রকে এই থানার অ্যাডিশনাল অফিসার ইন চার্চ, ইনস্পেকটর সুব্রত করের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। আগামী ৩০ তারিখ দুপুর ১২টার সময়ে তাঁকে থানায় আসতে বলা হয়েছে। মুম্বইয়েপ ওশিওয়ারা পুলিশ স্টেশনের অফিসার-ইন-চার্জকেও এই মর্মে জানানো হয়েছে।
(আরো পড়ুন: সেঞ্চুরি করতে খাবি খেয়েছেন ভাইজান, তুড়ি মেরে ২০০ কোটির গণ্ডি পার করল ‘দ্য কেরালা স্টোরি’!)
এই ছবি যদিও এখন মুক্তি পায়নি। কিন্তু ছবির ট্রেলর দেখে, তার বিরুদ্ধে অভিযোগ, এটি সত্য ঘটনা দেখানোর নামে মিথ্যা কথা প্রচার করছে। প্রসঙ্গত, এই ছবির ট্রেলরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে এবং সরাসরি বিভিন্ন সম্প্রদায়ের নাম করে হিংসাত্মক ঘটনার জন্য তাদের দায়ী করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here