এবার ‘পাপাজি’ অবতারে মহেন্দ্র সিং ধোনি! নতুন প্রোমোতে মাহি যেন বড্ড গম্ভীর
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মরশুমের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গত রবিবার, চলতি মরশুমে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচিও ঘোষণা করা হয়েছে। এই মরশুমের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাই সুপার কিংস (CSK) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) মধ্যে। প্রতি বছর আইপিএল মরশুম শুরু হওয়ার আগে আমরা অনেক ধরনের বিজ্ঞাপনের ভিডিয়ো দেখতে পাই। এবারও তাই হচ্ছে। তবে এবারে আইপিএল-এর বিজ্ঞাপনের মুখ যেন মহেন্দ্র সিং ধোনি। প্রায় সবকটি বিজ্ঞাপনেই দেখা যাচ্ছে মাহিকে।
সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ধারাবাহিকভাবে প্রমাণ করেছেন যে তার বহুমুখী প্রতিভা রয়েছে। মাঠে শান্তভাবে অধিনায়কত্ব করা এবং লম্বা ছক্কা মারার পাশাপাশি ধোনি বিজ্ঞাপনেও খুব পারদর্শী। ভক্তরা এখন পর্যন্ত ধোনির অনেক গুলি অবতার দেখেছেন। আবারও তিনি আইপিএলের জন্য এমন একটি প্রোমো শ্যুট করেছেন যাতে তাকে ভিন্ন অবতার দেখা যাচ্ছে। নতুন এই অবতারে মাহিকে গম্ভীর দাদুর ভূমিকায় দেখান হয়েছে। এই ভিডিয়ো দেখলে ভক্তরা নিজেদের হাসি থামাতে পারবেন না। আইপিএলের শেয়ার করা এই ভিডিয়োতে ধোনিকে একজন বয়স্ক ব্যক্তির অবতারে দেখান হয়েছে। ধোনির এই অবতারটি সবাই খুব পছন্দ করছে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়োটি ভাইরাল হচ্ছে।
কয়েকদিন আগেই স্টার স্পোর্টসও এমন একটি প্রোমো ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। যেখানে ধোনি একটি নতুন অবতারে ভক্তদের সামনে উপস্থিত হয়েছিলেন। এই ভিডিয়োতে, ধোনি বাস চালাচ্ছিলেন এবং তার কিছু কাজ প্রবীণ অভিনেতা রজনীকান্তের মতো ছিল। মানুষ এই ভিডিয়োটিও খুব পছন্দ করেছে।
For all the latest Sports News Click Here