এবার জিততে না পারলে সব শেষ হয়ে যেত, স্পষ্টবাক স্টোকস, পালটা ব্যাজবল সমালোচকদের
শুভব্রত মুখার্জি: চারদিনের টানটান উত্তেজনার লড়াই। আপাতত চলতি অ্যাশেজের লড়াইয়ে টিকে রইল ইংল্যান্ড দল। এজবাস্টন এবং লর্ডস টেস্টে হারের পরে লিডস টেস্টে জিতে আপাতত পাঁচ ম্যাচের সিরিজের ফল ২-১। লিডসে ক্রিস ওকসের বাউন্ডারিতে যখন জয় নিশ্চিত হলো তখন ইংলিশদের উল্লাসেই বোঝা যাচ্ছিল কিভাবে, কতটা চিন্তা মুক্তি ঘটল তাদের। এই জয়ে স্বস্তি, আনন্দ, উচ্ছ্বাস, সবই যেন ফিরে পেল ইংল্যান্ড দল। হেডিংলি টেস্টে জিতে ও বেন স্টোকস বেশ সাবধানী। আরও উন্নতির পথে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। পাশাপাশি জানালেন এই জয় মানসিকভাবে এগিয়ে দেবে দলকে। ব্রুক প্রথম বল থেকে ম্যাচটা অসাধারণ নিয়ন্ত্রণ করায় তাঁর ভূয়সী প্রশংসা ও করলেন।
স্টোকস ম্যাচ শেষে জানালেন ‘সিরিজের প্রেক্ষাপটে এই জয় অত্যন্ত বড় জয়। আমরা জানতাম, অ্যাশেজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে আমাদের। আরও সেই কারণেই এই জয় অনবদ্য জয় আমাদের জন্য। প্রথম দুই ম্যাচের দিকে যদি তাকান, দেখবেন যতটা কাছাকাছি ছিল ম্যাচ দুটো, এবার শেষ পর্যন্ত জিততে পারাটা মানসিকভাবে সহায়তা করবে আমাদেরকে। আরেকটি ম্যাচে কাছাকাছি গিয়ে আমরা শেষ পর্যন্ত কাজটা করতে পেরেছি সেটাই আমাদেরকে এগিয়ে রাখবে।
স্টোকসের আরো যোগ করেন, ‘প্রথম দুই ম্যাচ আমাদের পক্ষে যায়নি। কিন্তু এই ম্যাচ জয়ের ফলে আমরা অবশ্যই উচ্ছ্বসিত। দারুণভাবে ম্যাচটা যে জিততে পেরেছি তাতে আমি খুশি। তবে এই সিরিজে আমাদের যা করা দরকার, তা কেবলই শুরু এই জয়ের মধ্যে দিয়ে।’ দ্বিতীয় ইনিংসে ব্রুকের অনবদ্য ইনিংস নিয়ে বলতে গিয়ে স্টোকস বলেন, ‘প্রথম বল থেকে ব্রুকি (ব্রুক) ব্যাট হাতে যেভাবে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করেছে, তা অসাধারণ। ওঁ মাঠে নেমেই চাপটা পুরো ওদের ওপর ফিরিয়ে দিয়েছে।’ পাশাপাশি ওকস সম্বন্ধে তাঁর বক্তব্য, ‘ওকসির (ওকস) সঙ্গে জুটিতে সে যেভাবে খেলেছে, সেটিই ক্রিকেটার হিসেবে তাঁর উঁচু মানকে সামনে তুলে ধরে। অ্যাশেজের মতো এমন বিশাল চাপের পরিস্থিতিতে একজন তরুণ একজনের জন্য এমন ব্যাটিং করছে তা একেবারেই অবিশ্বাস্য। আমরা সবাই দেখেছি, ব্যাট হাতে ওকস কী করতে পারে। অবিশ্বাস্যরকম প্রতিভাবান ওকস।আমার মনে হয়, যতটা চাপের পরিস্থিতিতে ও পড়বে, ততই আরও ভালো হয়ে উঠবে।’
‘ব্যাজবলে’র সমালোচনা প্রসঙ্গে স্টোকসের মতে, ‘আমার মনে হয়, আমরা আরও ভালো খেলতে পারি। সেই সামর্থ্য আমাদের রয়েছে। ক্রিকেটের একটি ব্যাপার হল সবকিছুর নিখুঁত জবাব কারও কাছে থাকে না। ফলাফলের উপরেই সবকিছুর মূল্যায়ন হয়। সবসময়ই এটা হয়ে এসেছে আর ভবিষ্যতে ও হবে। কীভাবে খেলা উচিত এটার নিখুঁত উত্তর কারও কখনও নেই। নির্দিষ্ট কিছু জায়গায় আমরা অবশ্যই ভালো হতে পারি। এটাই আমাদের হাতে রয়েছে। আরও ভালো হয়ে ওঠার চেষ্টা এবং দল হিসেবে যতটা পারা যায় স্বচ্ছ থাকাটাই আমাদের লক্ষ্য।’
For all the latest Sports News Click Here