এবার ওটিটি প্ল্যাটফর্মে রঞ্জিত মল্লিক! কোথায় দেখা যাবে টলিউডের বেল্ট ম্যানকে
হাতে বেল্ট। মুখে চাবকে লাল করে দেওয়ার হুঙ্কার। তিনি রঞ্জিত মল্লিক। দীর্ঘ দিন পর অভিনয়ে ফিরছেন অভিনেতা। তবে কোনও বড় পর্দায় নয়, তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে। সিরিজের নাম, ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’। সিরিজটি পরিচালনা করছেন তাঁর বন্ধু ও পরিচালক হরনাথ চক্রবর্তী।
বরাবর সততার প্রতীক হিসাবেই পর্দায় ধরা দিয়েছেন তিনি। সাদা-কালো সিনেমার যুগ থেকে তাঁর অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। বানিজ্যিক ছবির পাশাপাশি অভিনয় করেছেন অন্য ধারার ছবিতেও। টলি পাড়ায় কান পাতলে গুঞ্জন, এবার ওটিটিতে ডেবিউ করতে চলেছেন রঞ্জিত মল্লিক। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি ওয়েব সিরিজ ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এ দেখা যেতে পারে তাঁকে।
আরও পড়ুন: মৃত্যুর ৪ দিন আগে এক বিশেষ বার্তা দিয়েছিলেন তরুণ মজুমদার, প্রকাশ্যে এনেছেন সৃজিত
জানা গিয়েছে, সম্পূর্ণ পারিবারিক কাহিনী নিয়ে তৈরি এই ওয়েব সিরিজ। একদম ঘরোয়া, ছিমছাম গল্প। একজন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক তার বাকি জীবন কীভাবে কাটাতে চান সেই নিয়েই সিরিজ। আর এই প্রবীণের ভূমিকাতেই দেখা যাবে রঞ্জিত মল্লিককে।
শোনা যাচ্ছে, ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এর শ্যুটিং। রঞ্জিত মল্লিকের বিপরীতে অভিনয়ের কথা ছিল অঞ্জনা বসুর। কিন্তু আচমকা তিনি অসুস্থ হয়ে পড়ায় খোঁজ চলছে নতুন মুখের। তবে ছবি সম্পর্কে প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।
‘শত্রু’ ছবির মুখ্য অভিনেতা রঞ্জিত মল্লিকের দীর্ঘদিনের বন্ধু পরিচালক হরনাথ চক্রবর্তী। হরনাথের ২০টি ছবিতে অভিনয় করেছেন রঞ্জিত। নামী অভিনেতার পাশাপাশি রঞ্জিত মল্লিক খুব ভালো বাবা। হরনাথের পরিচালনায় ‘নাটের গুরু’ ছবি দিয়েই অভিনেতার একমাত্র মেয়ে কোয়েল অভিনয় দুনিয়ায় পা রাখেন।
‘নাটের গুরু’র পরিচালক হরনাথ চক্রবর্তী পুরনো এর সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘সাল ২০০২-এ ‘সাথী’ ছবির সময় আমি প্রথম কোয়েলকে চেয়েছিলাম। তখনও ওর মনস্তত্ত্ব নিয়ে পড়া শেষ হয়নি। ফলে, রঞ্জিতদা তখন কড়া বাবা, মেয়ে পড়া শেষ করে তার পরে অভিনয়ে আসবে।’ ফের বেল্ট হাতে রঞ্জিত মল্লিককে দেখার অপেক্ষায় দর্শক।
For all the latest entertainment News Click Here