এবার ‘আইটেম’ নাচলেন লিলি চক্রবর্তী! ‘লিলি ডোন্ট বি সিলি’ দেখে হাঁ হল নেটপাড়া
বয়স ছুঁয়েছে আশি। তবু লিলি চক্রবর্তীর অভিনয়ে এখনও বুঁদ থাকে তামাম বাংলা ছবিপ্রেমী দর্শক। তবে এবার আর তাঁর অভিনয় নয়, মিউজিক ভিডিয়োয় নাচ দেখে চক্ষু চড়কগাছে নেটপাড়ার। ‘লিলি ডোন্ট বি সিলি’ আইটেম নম্বরে বর্ষীয়ান অভিনেত্রী যে আসর মাতিয়ে দিয়েছেন তা নিয়ে দর্শকদের মধ্যে নেই বিন্দুমাত্র দ্বিধা। তাই তো ভিডিওর দর্শক সংখ্যা ইতিমধ্যেই পেরিয়ে গেছে ১ লক্ষ!
আন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে লিলি চক্রবর্তী জানিয়েছেন যে এই পুরো ব্যাপারটাই মূলত জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই সম্ভব হয়েছে। জয়জিৎ তো বটেই, মিউজিক ভিডিওতে দেখা গেছে সুরকার-শিল্পী সমিধ মুখোপাধ্যায়, প্রযোজক এনা সাহাকেও। এই মিউজিক ভিডিওর মাধ্যমে টলিপাড়ায় ডেবিউ করলেন এনার বোন সাক্ষী সাহা। বিপরীতে দেখা যাবে নবাগত ঋদ্ধিশ চৌধুরী-কে।
লিলি আরও জানিয়েছেন ভিডিওর একেবারে শেষ দিকে দেখা যাবে তাঁকে। এই আইটেম নম্বরে নাচার প্রস্তাব পেয়ে প্রথমে যে বেশ একটু চিন্তায় পড়েছিলেন তিনি, সেকথা অকপটে স্বীকার করলেন উত্তমকুমারের ‘দেওয়া নেওয়া’ ছবির এই সহ-অভিনেত্রী। সেটে গিয়েও প্রথমে একটু ঘাবড়ে গেছিলেন। লিলির কথায়, ‘তবে শেষপর্যন্ত নিজের মতো করে গানের তালে তালে একটু কাঁধ নাচিয়ে নিলাম। কীভাবে আমাকে কী করতে হবে, সে বিষয়ে কেউ নির্দেশ দেয়নি’। তবে মিউজিক ভিডিওর পরিচালক-প্রযোজক থেকে শুরু করে দর্শক, সবাই যে লিলি চক্রবর্তীর এই পারফরমেন্স দেখে দারুণ খুশি তার প্রমাণ রোজ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা ভিডিওর দর্শক সংখ্যা।
এই গোটা বিষয় প্রসঙ্গে আনন্দবাজারকে জয়জিৎ জানিয়েছেন যে তাঁর আসা ছিল ভিডিওটির মূল আকর্ষণ হয়ে উঠবেন লিলি চক্রবর্তী। তাই তো তিনি অনুরোধ জানিয়েছিলেন। তাছাড়া তাঁর দাবি, ‘লিলির নামে গান আর তা লিলি ছাড়া হয় না কি?’ তাঁর কথাতেই জানা গেল বিনা পারিশ্রমিকেই এই মিউজিক ভিডিওতে কাজ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here