এবছর খেলবেন না IPL, তাও জোফরা আর্চারকে কিনতে আট কোটি খরচ মুম্বই ইন্ডিয়ান্সের!
চোটের জন্য বহুদিন ধরেই মাঠের বাইরে জোফরা আর্চার। এবছর আইপিএলে খেলতে পারবেন না। তবে আইপিএলের মেগা নিলামে তাঁর নাম ছিল। আর বিশ্বকাপজয়ী এই ফাস্ট বোলারকে দলে নিতে সর্বস্ব নিয়ে ঝাঁপাল মুম্বই ইন্ডিয়ান্স। এবং জোফরাকে হায়দরাবাদ থেকে ছিনিয়ে নিতে আট কোটি টাকা খরচ করল মুম্বই ইন্ডিয়ান্স।
নিলামের প্রথম থেকেই খুব ধীর গতিতে এগোচ্ছিল মুম্বই। একমাত্র ইশান কিষাণকে দলে নিতে রেকর্ড ১৫ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে মুম্বই। তবে তারপর সেই অর্থে কোনও ক্রিকেটারের জন্য ঝাঁপায়নি তারা। মুম্বইয়ের এই নীতি দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তবে মুম্বই ভবিষ্যতে বিনিয়োগ করবে বলেই টাকা বাঁচিয়ে রেখেছিল। আর যখন বাকি সব দলের পার্সে টাকার পরিমাণ কমে আসে, তখনই সর্বশক্তি নিয়ে জোফরাকে দলে নিতে ঝাঁপায় মুম্বই। এবং এতে সফলও হন আকাশ আম্বানি, জাহির খানরা। এর ফলে এবছর না হলেও আগামী বছর বিশ্বের দু’জন শ্রেষ্ট ফাস্ট বোলারকে (জসপ্রীত বুমহার, জোফরা আর্চার) একসঙ্গে মাঠা নামাতে পারবে মুম্বই।
উল্লেখ্য, গত মরশুমে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে জোফরা। সম্প্রতি তাঁর অস্ত্রপচার হয়। রিহ্যাবের মাধ্যমে তাঁর মাঠে ফেরার পথ দীর্ঘ হবে। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন জোফরা। জ্যামাইকাতে জন্ম নেওয়া এই ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে জেতানোর নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন।
উল্লেখ্য, নিলামের আগে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ডকে রিটেন করেছিল মুম্বই। নিলামে ‘বেবি এবি’ ডেওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, ইশান কিষাণ, খলিল আহমেদ, জয়দেব উনাদকাট, মুরুগান অশ্বিনকে নিয়েছে মুম্বই। সঙ্গে আজকে শেষ বেলায় টিম ডেভিড ও জোফ্রাকে বড় অঙ্কের টাকা দিয়ে দলে নিল মুম্বই।
For all the latest Sports News Click Here