এপ্রিলেই বিয়ের পিঁড়িতে রণবীর-আলিয়া? মুখ খুললেন অভিনেতার জেঠু রণধীর সিং
চলতি এপ্রিলেই চারহাত এক হচ্ছে রণবীর-আলিয়ার। এটাই ‘পাকা খবর’ বলিউডের এক সূত্র মারফত। চেম্বুরে কাপুর খানদানের ঐতিহ্যবাহী বাড়িতেই নাকি সাত পাক ঘুরবেন ‘রালিয়া’, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। তবে কোনও কোনও সূত্র এমনটাও দাবি করছে এপ্রিলে নাকি কেবল আংটি বদল সারবেন এই জুটি, এরপর ডিসেম্বরে ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে ‘দুলহানিয়া’ আলিয়াকে চিরতরে আপন করে নেবেন রণবীর।
রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন কাপুর পরিবারের প্রবীণ সদস্য তথা রণবীরের জেঠু রণধীর কাপুর।হিন্দুস্তান টাইমসকে মহারাষ্ট্রের শিরডি থেকে বর্ষীয়ান অভিনেতা জানান, ‘আমি মুম্বইতে নেই আপাতত, বিয়ের ব্যাপারে আমি তো অন্তত কিছু শুনিনি। যদি আমার বাড়িতে এমন একটা বিয়ের অনুষ্ঠান ঘটত, তাহলে আমি নিশ্চিত কেউ অন্তত আমাকে ফোন করে জানাতো।
অন্যদিকে মেহেন্দি আর্টিস্ট বীণা নাগড়াও জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত আমার সঙ্গে অন্তত কেউ যোগাযোগ করেনি। আমার সঙ্গে দিন কয়েক আগেই আলিয়ার দেখা হয়েছিল, বিয়ে নিয়ে কোনও কথা হয়নি’।
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু এই প্রেম কাহিনি। বছর খানেক লোকচক্ষুর আড়ালে থেকে প্রেম করেছেন এই জুটি। ২০১৮ সালে অভিনেত্রী সোনম কাপুরের রিসেপশন পার্টিতে একসঙ্গে হাজির হয়ে সব জল্পনায় জল ঢালেন তাঁরা। সম্পর্ককে সবার সামনে নিয়ে আসেন। ২০২০ সালে রাজীব মসান্দকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, করোনা কাঁটা না হলে ওই বছরই বিয়ে করার পরিকল্পনা ছিল তাঁদের।
সম্প্রতি বিয়ে প্রসঙ্গে এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে রণবীর বলেছেন, ‘আমাকে কি কোনও পাগল কুকুরে কামড়িয়েছে যে আলিয়াকে কবে বিয়ে করছি সেই তারিখ ঘোষণা করে দেব আগে থেকে? এটুকু বলছি, আলিয়া এবং আমার দু’জনেরই ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব ছাদনাতলায় বসা।’ তা এই ‘দ্রুত’ মানে ঠিক কতটা তাড়াতাড়ি? সে প্রশ্নের জবাব অবশ্য ফাঁস করেননি রণবীর।
শীঘ্রই অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের প্রোজেক্ট ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে ‘রালিয়া’ জুটিকে। এই ছবির সুবাদেই প্রথমবার বড় পর্দায় এই রিয়েল লাইফ জুটিকে দেখবে দর্শক। বারবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে ৯ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়রা।
For all the latest entertainment News Click Here