‘এত মিষ্টি কেন!’, বিমানবন্দরে দেখা ভিকির সঙ্গে, অভিজ্ঞতা জানিয়ে কী লিখলেন ভক্ত
ক্যাটরিনার ৪০ তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপ পাড়ি দিয়েছিলেন ভিকি-ক্যাট। মুম্বই ছাড়ার আগে তাঁরা একত্রে বিমানবন্দরে পোজও দেন পাপারাৎজিদের জন্য। আর তাঁদের এক সফরের সময়ই এক ভক্তের সঙ্গে দেখা হয়ে যায় ‘উড়ি’ অভিনেতার। ভিকির সঙ্গে একাধিক ছবিও শেয়ার করলেন সেই মহিলা।
ইনস্টাগ্রামে ভিকির সেই ভক্ত আকৃতি রানা একটি পোস্ট শেয়ার করেছেন সম্প্রতি। তাঁর পোস্ট করা সেই রিলসে দেখা যাচ্ছে তিনি তাঁর পাসপোর্ট এবং লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছেন। আর সেখানে লেখা নতুন দেশে যাচ্ছিলাম আর তখনই বিমানে এমন কিছু ঘটে গেল যা অনভিপ্রেত ছিল।
এরপরই তাঁকে মুখ চাপা দিয়ে সিটের সামনে দিকে তাকাতে দেখা যায়। তখনই তাঁর বন্ধু বলেন ‘চলো এবার দেখা করে আসি।’ কিন্তু তাঁরা যেতে চাইলেও বিমানসেবিকা তাঁদের ফেরত পাঠিয়ে দেন সমস্যার কথা জানিয়ে।
কিন্তু না এখানেই শেষ নয়। সেই মহিলার আশা কিন্তু ফুরিয়ে যায় না এখানেই। খোদ অভিনেতা তাঁকে ডাকেন। এবং কথা বলেন। তাঁদের বিমানে একত্রে ছবি তুলতে দেখা যায়। এই গোটা ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে তিনি অবসেসড গানটি যোগ করেন।
আকৃতি নিজেই এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘হে ঈশ্বর উনি এত মিষ্টি কেন! আমি প্রথম যখন হয়ে করতে যাই টার্বুলেন্সের কথা বলে বিমানসেবিকা আমায় ফেরত পাঠিয়ে দেন। কিন্তু মিনিট ১৫ পর এসে তিনি নিজেই জানালেন উনি (ভিকি) আমায় ডাকছেন।’
তাঁর পোস্টে অনেকেই তাঁদের নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁরাও লিখেছেন যে ভিকির সঙ্গে তাঁদের প্রথম সাক্ষাৎ কেমন ছিল। এক ব্যক্তি লেখেন, ‘আমি একবার ওঁকে মুম্বই বিমানবন্দরে দেখে উৎসাহের বশে ভিকি বলে চেঁচিয়ে উঠেছিলাম। উনি তখন নিজে এসে আমাদের সঙ্গে ছবি তুললেন।’ আরেক ব্যক্তি লেখেন, ‘আমারও একই অভিজ্ঞতা। ওঁর সঙ্গে বেশ কিছু বছর আগে দেখা হয়েছিল তখন উনি নিজেই আমার ফোন দিয়ে ছবি তুলেছিলেন।’
For all the latest entertainment News Click Here