‘এত তাড়াতাড়ি যাবার কথা ছিল না’, শুক্লা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ সুদীপা
প্রয়াত বাংলার জনপ্রিয় রন্ধনশিল্পী শুক্লা মুখোপাধ্যায়। ‘কিচেন কুইন অব বেঙ্গল’ নামে পরিচিত তিনি। বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। তাঁকে হারিয়ে ভেঙে পড়েছেন সুদীপা। নেটমাধ্যমে শুক্লা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।
রান্নঘরের শো-এ শুক্লা মুখোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে সুদীপা। ফেসবুকের পাতায় পুরনো একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তথা সঞ্চালিকা। ক্যাপশনে লেখেন, ‘রান্নাঘর যখন শুরু হয়, তখন আমাদের নতুন সংসারের ভাঁড়ার ছিলো শূন্যপ্রায়। শুক্লাদি-তা টের পেতে দিতো না কখনও। আজ শুক্লাদিকে নিয়ে, কিছু লিখতে বসে, ভাবনাগুলি কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এ বছর জন্মদিনে উইশ করতেও ভুলে গিয়েছি। কতদিন তোমার কোনও খোঁজ নিইনি। কোভিড পরবর্তী পরিসস্থিতি- আমাদের কেমন যেন দুটিতে দিয়েছে। তোমার তো এত তাড়াতাড়ি যাবার কথা ছিলনা। আমি তোমায় নিয়ে কিছু আজ লিখতে পারবো না। আমার প্রাণের ‘পরে চলে গেল কে…বসন্তের বাতাসটুকুর মতো।’
আরও পড়ুন: প্রয়াত ‘কিচেন কুইন’ শুক্লা মুখোপাধ্যায়, শোকস্তব্ধ অনুরাগীরা
শুক্লা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং পরিচিতরা। ফেসবুকেও নিজের শোক ব্যক্ত করেছেন সুদীপা। শুক্লা মুখোপাধ্যায় ছিলেন রান্নাঘরের বহু পর্বের অতিথি। অভিনব বেশ কিছু কায়দার জন্যই রন্ধনশিল্পী হিসাবে পরিচিত ছিলেন শুক্লা দেবী। তবে শুক্লা মুখোপাধ্যায়ের প্রয়াণের কথা জানা গেলেও, কী হয়েছিল তাঁর বা মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
For all the latest entertainment News Click Here