এতো নিরাপত্তা সত্ত্বেও ফাঁস ক্যাট-ভিকির বিয়ের ছবি! সব্যসাচীর লেহেঙ্গায় সাজল কনে
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা সিক্স সেন্সেস বারওয়ারা। আজ গোটা দেশের নজর আটকে যোধপুরের এই ঐতিহাসিক দূর্গে। এখানেই আজ সাত পাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকল জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। গত দু-দিন ধুমধাম করে দুজনের প্রি-ওয়েডিং অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর আজ সাত পাকে বাঁধা পড়লেন তারকা জুটি। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব মিটেছে খবর সূত্রের।
বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন দুজনে। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা। নতুন কনের ফাঁস ছবিতে আবছা দেখা যাচ্ছে তাঁর মুখ, সেই দেখেই ধন্য ধন্য করছেন ফ্যানেরা। এমন সুন্দরী বউ পাওয়া ভাগ্যের ব্যাপার ভিকিকে মনে করিয়ে দিচ্ছে নেটপাড়া। সবার মনেই প্রশ্ন, ‘হাউজ দ্য জোশ’?
বিয়ে নিয়ে যে পরিমাণ গোপনীয়তা বজায় রেখেছেন ক্যাটরিনা-ভিকি তাতে হতবাক সকলেই। কিন্তু এতো গোপনীয়তার মাঝেও ছবি শিকারিদের নজর এড়াল না বর-কনে। জানা গিয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের আসরে আমন্ত্রিত ১২০ জন। অতিথিদের আগেভাগেই একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করানো হয়েছে। বিয়ে বাড়িতে ঢুকতে হলে জানাতে হবে সিক্রেট কোড, যা প্রত্যেক অতিথির জন্য ধার্য করা হয়েছে। পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী ঘনিষ্ঠ সূত্রে মারফত খবর, একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নাকি ১০০ কোটি টাকার বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবি ও ভিডিয়ো কেনবার প্রস্তাব দিয়েছেন, যদিও সেই প্রস্তাবে মিঁয়া-বিবি রাজি কিনা তা জানা যায়নি।
For all the latest entertainment News Click Here