‘এতদিন বাবা-মায়ের বাড়িতে…’, সিদ্ধার্থকে বিয়ে করে সংসারে কী কী কাজ করছেন কিয়ারা?
ফেব্রুয়ারি মাসেই সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন কিয়ারা আডবানি। রাজস্থানে পরিবার ও খুব কাছের বন্ধুদের নিয়ে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। বলিউড থেকে সঙ্গে ছিল করণ জোহর, মণীশ মলহত্রা, সস্ত্রীক শাহিদ কাপুর। আপাতত একসঙ্গে সংসার করছেন। জীবনের এই নতুন অধ্য়ায় নিয়ে কাথা বলতে দিয়েছে কিয়ারা এটিকে ‘সুন্দর’ বলে উল্লেখ করেছেন। সঙ্গে ব্যক্ত করেছেন ঠিক কতটা ‘খুশি’
মনে করা হয় যে কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা শেরশাহ-তে কাজ করার সময় প্রেমে পড়েছিলেন। দুজনে গোপনেই ডেট করেছেন এবং কখনই তাদের সম্পর্কের গুজবে শিলমোহর দেননি। ৭ ফেব্রুয়ারি বিয়ের প্রথম ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, ‘অব হুমারি পার্মানেন্ট বুকিং হো গয়ি হ্যায় (এখন আমরা স্থায়ী ভাবে পরস্পরের)। আমরা আমাদের আগামীর যাত্রায় আপনার আশীর্বাদ এবং ভালবাসা চাই।’
সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে মায়ের ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের এই কন্যে। তিনি বলেন, ‘প্রথমবার আমি বাড়ি চালাচ্ছি। আমি আমার মা-বাবার বাড়িতে থাকতাম। আমার মা এই সব দায়িত্ব পালন করে চলেছেন। এখন যেন ওর উপর সম্মান আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। করেছেন এবং আমরা এখনই তার জন্য অনেক সম্মান এবং মূল্য পেয়েছি।এটি সুন্দর একটি পর্যায়। আমি খুব খুব খুশি।’
‘ওঁ প্রত্যেকের প্রতি খুব শ্রদ্ধাশীল – সিনিয়র, জুনিয়র এবং তার চারপাশের প্রত্যেকের প্রতি। ওর মধ্যে এই গুণটি রয়েছে যেখানে তিনি সবাইকে সম্মানিত বোধ বোধ করান। তিনি তার ভক্তদের প্রতিও খুব উষ্ণ। মানুষের প্রতি তার ব্যবহার খুব ভালোবাসা মাখা। আর জীবনসঙ্গী হিসেবে তো দুর্দান্ত। সবসময় আমাকে অনুপ্রাণিত করেন। তা সে শরীরচর্চার জন্য হোক বা নতুন কিছু করা। ও খুব দুঃসাহসিক। আর এই জিনিসটা সমক্রামকও বটে।’
বিয়ের পর সেভাবে ছুটি নেননি এই দম্পতি। কিয়ারা ব্যস্ত তাঁর পরের ছবির করাজ নিয়ে। তিনি কার্তিক আরিয়ানের সঙ্গে সত্যপ্রেম কি কথাতে কাজ শুরু করে দিয়েছেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল ভিকি কৌশল এবং ভূমি পেডনেকারের সঙ্গে গোবিন্দ নাম মেরা ছবিতে। অন্য দিকে, সিদ্ধার্থ মালহোত্রার শেষ সিনেমা ছিল মিশন মজনু, যেখানে তিনি রশ্মিকা মান্দান্নার বিপরীতে অভিনয় করেছিলেন। পাইপলাইনে আছে যোধা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here