এটিকে মোহনবাগানের ফরাসি সুপারস্টার হুগো বোমাসের প্রথম লক্ষ্য ২৭ তারিখের ডার্বি
কয়েকদিন পরেই শুরু ইন্ডিয়ান সুপার লিগ। গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগান টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছে। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। গত মরশুমের মতো এ বছরও কোভিডবিধি মেনে শুধুমাত্র গোয়াতেই অনুষ্ঠিত হবে এবারের আইএসএল। নতুন মরশুমে নিজের সেরাটা দিতে তৈরি বাগান সুপারস্টার হুগো বোমাস। সবুজ-মেরুন জার্সিতে আইএসএলে নিজের সেরাটা উজাড় করে দিতে চান তিনি। সঙ্গে ২৭ নভেম্বরের প্রথম ডার্বি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
বোমাস বলছেন, ‘ডার্বির আবেগের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে চাই। প্রথম বার ভারতীয় ফুটবলের সেরা ডার্বি খেলব। সেই অভিজ্ঞতার সঙ্গী হতে চাই। এই বড় ম্যাচের ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছি। এই ডার্বির গুরুত্ব অনেক। এই ডার্বি জ্বরে আমিও আক্রান্ত। দুর্ভাগ্যবশত কোভিড পরিস্থিতির জন্য বড় ম্যাচে সমর্থকদের মাঠে পাব না ঠিকই, কিন্তু মাঠে এ ধরণের ম্যাচ আমাকে উজ্জীবিত করবে। আমরা প্রত্যেকেই বড় ম্যাচের জন্য প্রস্তুত।’
এটিকে মোহনবাগানের জার্সিতে আইএসএল চ্যাম্পিয়ন হতে চান বাগানের ফরাসি সুপারস্টার। এ প্রসঙ্গে বোমাস বলেন, ‘প্রত্যেকটা মরসুম আলাদা। ভারতীয় ফুটবলের মান ক্রমশ উন্নতি হচ্ছে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডও কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তবে আমাদের দল নিয়ে আত্মবিশ্বাসী। আমি আমার দলের জন্য সেরাটা দেব। আশা রাখি, সতীর্থরাও তাদের সেরাটা দেবে। গত বছর টিম ফাইনালে উঠেছিল। এর পরের ধাপই চ্যাম্পিয়ন। এ বারে হয়তো সেটাই হবে।’
For all the latest Sports News Click Here