‘এটিকে-টেটিকে শুনতে ভালো লাগে না’, মমতার নির্দেশেই মোহনবাগান থেকে বাদ পড়ল ATK?
মোহনবাগানের আগে ‘এটিকে’ জুড়ে যাওয়ার বিষয়টি অগণিত সবুজ-মেরুন সমর্থক মেনে নিতে পারেননি। সেটা না-পসন্দ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি সাফ জানালেন, মোহনবাগানের সঙ্গে ‘এটিকে-টেটিকে শুনতে ভালো লাগে না। কারণ মোহনবাগান মোহনবাগানই।’ সেইসঙ্গে মমতার দাবি, বিষয়টি নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কথা বলারও নির্দেশ দিয়েছিলেন।
সোমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে এসে মমতা ব্যাখ্যা করেন, এটিকে মোহনবাগান (নয়া মরশুম থেকে মোহনবাগান সুপার জায়েন্টস) কেন আইএসএলে সাফল্য পেয়েছে এবং ইস্টবেঙ্গল মুখ থুবড়ে পড়েছে। মমতা বলেন, ‘সঞ্জীব গোয়েঙ্কার তো অনেক টাকা। সিইএসির কর্ণধারও এবং ওরা নানারকম ভাবে সাহায্য করেছে (মোহনবাগানকে)। বরং বাড়তি সাহায্য করে ক্লাবটাকে এগিয়ে নিয়ে গিয়েছে। নাম তার মোহনবাগান, এটিকে মোহনবাগান নয়। মোহনবাগান সুপার চ্যাম্পিয়ন, মোহনবাগান সুপার জায়েন্টস। আমি অরূপকে বলেছিলাম যে সঞ্জীবের সঙ্গে কথা বল। এটিকে-টেটিকে শুনতে ভালো লাগে না। মোহনবাগান মোহনবাগানই।’
আরও পড়ুন: ATKMB returns after ISL win: ISL জিতে কলকাতায় ফিরল ATK মোহনবাগান, ‘প্রকৃত মোহনবাগানি গোয়েঙ্কা’, স্তুতি বাগান কর্তার
এমনিতে ২০১৯-২০ সালের পর এটিকের সঙ্গে জুড়ে গিয়েছিল মোহনবাগান ক্লাব। সেই সংযুক্তিকরণের পর ‘এটিকে মোহনবাগান’ নামে আইএসএলে খেলতে শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু মোহনবাগানের নামে ‘এটিকে’ থাকা নিয়ে আপত্তি তুলেছিলেন সবুজ-মেরুন সমর্থকদের একাংশ। অবশেষে গত শনিবার আইএসএল জয়ের পর গোয়েঙ্কা ঘোষণা করেন যে নয়া মরশুমে এটিকে উঠে যাচ্ছে। নয়া নাম হচ্ছে ‘মোহনবাগান সুপার জায়েন্টস’।
‘মোহনবাগানের আদ্যোপান্ত সমর্থক ছিলেন মা’
মমতা জানান, তাঁর পরিবারের রক্তে ফুটবল আছে। তাঁর মা মোহনবাগানের আদ্যোপান্ত সমর্থক ছিলেন। তবে নিজে কোন দলকে সমর্থন করে, তা নিয়ে অবশ্য রহস্য জিইয়ে রাখেন। হাসির মুখে মমতার কথায়, ‘আমার মনে আছে, আমি তখন বেশ ছোট। আমার মা খুব খেলা খেলতেন। আমি কার সাপোর্টার বলব না। আমি সকলের সাপোর্টার। কিন্তু আমার মা মোহনবাগানের খেলা থাকলেই কালীবাড়িতে পুজো দিতে যেতেন।’
আরও পড়ুন: Mamata Banerjee at Mohun Bagan tent: মোহনবাগান কেন ব্রাজিলের সঙ্গে খেলবে না? আমি বিশ্বকাপ আনতে চাই, আশা দেখালেন মমতা
এটিকে মোহনবাগানের জয়ের স্বপ্ন দেখেছিলেন, জানালেন মমতা
আপনারা বিশ্বাস করবেন কিনা, জানি না। স্বপ্ন আমিও দেখি। যেদিন ফাইনাল খেলা। সেদিন ভোরে আমি স্বপ্ন দেখছি যে মোহনবাগান জিতে গিয়েছে। আমি বাড়িতে বললাম যে ওদের তো খেলাই শুরু হয়নি। ওরা জিতে গিয়েছে। তার মানে মাথায় একটি (বিষয়) ঘুরছে। বাংলা এতদূর এগিয়ে পিছিয়ে যাবে? এটা কখনও হয় না। খেলার আগেই অরূপকে মেসেজে করে এটা জানিয়ে দিয়েছিলাম। বলেছিলাম যে বাংলা আজ ভারতসেরা, আমরা গর্বিত। বাংলা আজ ভারতসেরা, আমরা গর্বিত।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here