‘এটা ভুল!’, বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, মমতাকে তোপ অনুরাগ কাশ্যপের?
৫ মে মুক্তি পেয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’। শুরু থেকেই প্রবল সমালোচনার মুখে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনে পরিচালিত আদা শর্মা অভিনীত এই সিনেমা। ৮ মে পশ্চিমবঙ্গে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তারপরই প্রতিক্রিয়া এল পরিচালক অনুরাগ কাশ্যপের থেকে। বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছে না সন্দেহের তীর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই।
অনুরাগ টুইট করেছেন, ‘প্রপাগান্ডা’ হলেও একটি ছবি নিষিদ্ধ করা ‘ভুল’। এর আগে, প্রবীণ অভিনেতা শাবানা আজমিও দ্য কেরালা স্টোরিতে নিষেধাজ্ঞার নিন্দা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যে ছবিটি পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হল থেকে সরিয়ে ফেলতে। তিনি বলেন, ‘বাংলায় শান্তি বজায় রাখতে’ এবং সহিংসতা প্রতিরোধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপাতদৃষ্টিতে পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি নিষেধাজ্ঞা নিয়েই এই টুইট বলে মনে করা হচ্ছে। যেখানে তিনি লিখেছেন, ‘আপনি ছবিটির সঙ্গে একমত হন বা না হন, এটি প্রচার হোক, বা পাল্টা প্রচার, আক্রমণাত্মক হোক বা না হোক, এটিকে নিষিদ্ধ করা ভুল।’তিনি ফরাসি লেখক এবং দার্শনিক ভলতেয়ারের একটি উদ্ধৃতিও শেয়ার করেছেন। যাতে লেখা রয়েছে, ‘আপনি যা বলবেন আমি তার সাথে একমত নই, তবে আমি মৃত্যু পর্যন্ত আপনার বলার অধিকার রক্ষা করব।’
কীভাবে ‘প্রোপাগন্ডার বিরুদ্ধে লড়াই করা যায়’ তা নিয়ে নিজের অবস্থান ব্যখ্যা করে অনুরাগ টুইটে লিখেছেন, ‘সঠিক উপায়’ কখনোই সিনেমা নিষিদ্ধ করা নয়। লচ্চিত্র নির্মাতা লোকদের পরিবর্তে বলছেন ‘আফওয়া’ (গুজব) দেখে আসতে। অনুরাগ তাঁর টুইটে লেখেন যে সুধীর মিশ্রের লেখা নতুন ছবিটি ‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলে এবং কীভাবে অন্তর্নিহিত কুসংস্কারকে ঘৃণা ও অশান্তি তৈরির অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়।
অনুরাগ তাঁর টুইটে লেখেন যে সুধীর মিশ্রের লেখা নতুন ছবিটি ‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলে এবং কীভাবে অন্তর্নিহিত কুসংস্কারকে ঘৃণা ও অশান্তি তৈরির অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়।
গত মাসে দ্য কেরালা স্টোরির ট্রেলার প্রকাশিত হওয়ার পর সেখানে দাবি করা হয়েছিল কেরালার ৩২ হাজার মেয়ে নিখোঁজ হয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস-এ যোগদান করেছে। যা নিয়ে সমালোচনা ওঠে চারদিকে। পরে ছবিটির নির্মাতারা সম্প্রতি ইউটিউবে ট্রেলারটিকে ‘৩২,০০০ নারীর গল্প’ থেকে ৩ জন নারীর গল্পে পরিবর্তন করেছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here