‘এটা ভারতেরই ভাষা’, উর্দুকে সমান গুরুত্ব দেওয়ার দাবি জাভেদ আখতারের
সম্প্রতি জাভেদ আখতার এবং তাঁর সহধর্মিণী শাবানা আজমি মিলে একটি উর্দু কবিতার অ্যালবাম প্রকাশ করলেন। এই অ্যালবামের নাম দিয়েছেন ‘শায়রানা সারতাজ’। এই অ্যালবাম লঞ্চের অনুষ্ঠানে গায়ক জানালেন উর্দুর গুরুত্ব কী আর কতটা। বললেন উর্দুর জন্মস্থান ভারত। এটা পাকিস্তান বা মিশর থেকে আসেনি।
এই অনুষ্ঠানে জাভেদ আখতার বলেন, ‘উর্দু অন্য কোনও জায়গা থেকে আসেনি। এটা আমাদের ভাষা, দেশের ভাষা। এটা ভারতের বাইরে কোথাও বলা হয় না। পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার পরই এসেছে। তার আগে তো এটা ভারতেরই অঙ্গ ছিল। তাই এই ভাষা ভারতের বাইরে কোথাও বলা হয় না।’
তিনি আরও বলেন, ‘পাঞ্জাবের একটি বড় ভূমিকা আছে উর্দুতে। এটা ভারতেরই একটি ভাষা। আপনি এই ভাষা কেন ছেড়ে দিচ্ছেন, স্রেফ দেশ ভাগের কারণে? পাকিস্তানের কারণে? উর্দুকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। আগে তো কেবল হিন্দুস্তান ছিল। পাকিস্তান হিন্দুস্তানের থেকেই জন্মেছে। পাকিস্তান তো এখন বলে কাশ্মীর তাদের, সেটা কি আমরা বিশ্বাস করি? আমার মনে হয় উত্তরটা না। তেমন ভাবেই, উর্দু হল একটি হিন্দুস্তানি ভাষা। আর সেটা তাই থাকবে।’ তিনি আরও বলেন, ‘আজকাল আমরা ইংরেজির উপর বেশি জোর দিচ্ছি। তবে আমাদের হিন্দি ভাষায় কথা বলা উচিত, এটা আমাদের রাষ্ট্র ভাষা। ভাষার সঙ্গে ধর্মের যোগ নেই, জায়গার যোগ আছে। তেমন হলে গোটা ইউরোপ একটা ভাষাতেই কথা বলতো।’
কিছুদিন আগেই পাকিস্তানে বসে সেদেশের ব্যাপারে বিতর্কিত মন্তব্য করে বসেন জাভেদ আখতার। দাবি করে ২৬/১১ এর সন্ত্রাসবাদীরা এখনও সে দেশে ঘুরে বেড়াচ্ছে। তাঁর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতে সেটা সমাদৃত হলেও। বহু পাকিস্তানি শিল্পীরা এটার বিরোধিতা করেন।
For all the latest entertainment News Click Here